ভারতে আসতে চাইছে চলেছে একাধিক মার্কিন সংস্থা ! এখন কী শুধু সময়ের অপেক্ষা ?



https://www.sarbabhaumasamachar.com




সমাচার ওয়েব ডেস্ক ঃ করোনার আতঙ্কে নাজেহাল বিশ্ব। লকডাউন হয়েছে বিশ্বের ২০৩টি দেশ। ভারতও তার ব্যতিক্রম নয়। প্রায় তলানিতে ভারতের অর্থনীতি। লকডাউনের ফলে ক্রমশ্য শোচনীয় পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে ভারতের আপামর জন সাধারণ। এরই মধ্যে হয় তো সুখবর নিয়ে আসতে চলেছে মার্কিন সংস্থাগুলি।

সূত্রে খবর, ইতিমধ্যেই করোনা নিয়ে বিশ্ব-দরবারে এক প্রকার কোনঠাসা চিন। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপড়েন তো ছিলই। এরইমাঝে দু’দেশের মধ্যে হয়তো কাঁটা হয়ে দাঁড়াতে চলেছে নভেল করোনা (কোভিড-১৯)।

বিশ্ব দরবারে এই ভাইরাসের প্রকোপে মহামারির চিনকে দায়ী করেছে মার্কিনসহ বিশ্বের একাধিক দেশ। এই অবস্থায় সেই দেশ থেকে ব্যবসা গোটানোর চিন্তা করতে পারে মার্কিন পুজিপতিরাও। আর তাতেই লাভবান হতে পারে ভারত।

মার্কিন সংস্থা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এবং ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের (ইউএসআইবিসি)-র একটি রিপোর্টে থেকে এমনটাই প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। যদিও সে বিষয়ে এখনও বেশ কিছু বাধ্যবাধকতা

তবে সেবিষয়ে দুদেশের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে। সেক্ষেত্রে ঠিক পথে এগোলে তবেই দুই দেশই লাভবান হবে।

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা

Post a Comment

Previous Post Next Post