আর জি কর হাসপাতালের ডাক্তারবাবুর (ডা: দীপঙ্কর মানবেন্দ্র মুখার্জি) গলায় করোনা নিয়ে অসাধারণ গান, অনেকের মত আমারও ভাল লেগেছে, দেখুন আপনারও ভাল লাগবে, যা নেট দুনিয়ায় এখন ভাইরাল





সমাচার ওয়েব ডেস্ক ঃ 'আমি যে বিবাহিত' শমিক সিনহার গাওয়া এই গানের সুরে 'তুমি আজ ঘরেই থাকো' এই গাইলেন আর জি কর হাসপাতালের ডাক্তার দীপঙ্কর মানবেন্দ্র মুখার্জি।গানের মধ্যেই করোনা ভাইরাস থেকে সুস্থ থাকার বিভিন্ন উপায়ও বললেন। যা মুহুর্তের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

করোনা ভাইরাসের (COVID-19) জেরে বিশ্বে ত্রাস সৃষ্টি হয়েছে। এখনও অবধি সমগ্র দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬৪০৯ এরও বেশি মানুষ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে দেড় লক্ষেরও বেশি। ভারতেও বেশ বিস্তার লাভ করেছে এই রোগ। ভারতে (India) আক্রান্ত মানুষের সংখ্যা ৩৭০ ছাড়িয়েছে এবং প্রাণ হারিয়েছেন ৭ জন। এই সংকটজনক পরিস্থিতিতে কাজের ফাঁকে জনসাধারনের উদ্যেশ্যে গান বাঁধলেন এক ডাক্তার।


শুনুন- ভিডিও ঃ facebook.com

Post a Comment

Previous Post Next Post