করোনার প্রভাব এবার পেট্রাপোলে, ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাতিল সমস্ত ভিসা, বন্ধ হচ্ছে যাত্রী পরিবহন



সমাচার ঃ বন্ধ হয়ে যেতে চলেছে যাত্রী পরিবহন। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী আগামী ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভারত বাংলাদেশের সমস্ত ভিসা বাতিল করা হয়েছে। অর্থাৎ এই দিনের মধ্যে পেট্রাপোল সীমান্ত দিয়ে কোন ভারতীয় বাংলাদেশে যেতে পারবেন না, পাশাপাশি কোন বাংলাদেশী এদেশের প্রবেশ করতে পারবেন না।

যদিও ইতিমধ্যে যারা বাংলাদেশে চলে গেছেন তারা ফিরে আসতে পারবেন এবং ও দেশ থেকে এদেশে আসা মানুষেরা ফিরে যেতে পারবেন। এদেশের যাত্রী পরিবহনের এবং মুদ্রা বিনিময় কারীদের ব্যবসার যথেষ্ট ক্ষতি হবে বলে দাবি ব্যবসায়ীদের। যদিও পণ্য আমদানি-রপ্তানিতে এখনই কোনো বিধিনিষেধ নেই বলে সূত্রের খবর।

Post a Comment

Previous Post Next Post