চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্যের বিরুদ্ধে




সমাচার, বাগদা ঃ চাকরি দেওয়ার নাম করে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্যের বিরুদ্ধে। অভিযোগ, উত্তর ২৪ পরগনার বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সাধন বাগচী ও বাগদার কুলিয়ার বাসিন্দা লিলুফা শাহ আদিবাসী কোটায় আরতি সর্দার নামে এক মহিলাকে রেলের গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার নাম করে ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর ৭ লক্ষ ৫০ হাজার টাকা নেন। যদিও টাকা প্রদানকারীর চাকরি হয়নি।

অভিযোগ, এরপরে টাকা ফেরত চাইতে গেলে আরতী সরদারের স্বামী স্কুল থেকে ফেরার সময় গুন্ডা দিয়ে খুন করিয়ে দেওয়ার হুমকি দেয় l এছাড়াও তাদের নীচু জাত তুলে গালাগালি করে l বাগদা থানা ও এসপির কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ না হওয়ায় বনগাঁর এ সি জে এম আদালতে বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সাধন বাগচী ও লিলুফা শাহর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে l অভিযুক্তদের বিরুদ্ধে ৪২০ প্রতারণা সহ একাধিক ধারায় মামলা শুরু হয়েছে বলে জানা গিয়েছে l অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ




সামনেই বিধানসভা ভোটের আগে এধরণের অভিযোগ ওঠায় সাধারণ ভাবেই তৃণমূলকে ভাবিয়ে তুলছে, ফের বাগদার গোষ্ঠী দ্বন্দ্ব চরমে নয় তো! গত লোকসভা ভোটে তেমন ভাল ফল করতে পারেনি তৃণমূল। এর পরবর্তী সময়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একাধিক তৃণমূল নেতা বাগদা সহ সমগ্র বনগাঁ লোকসভায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু দলের মধ্যেই প্রশ্ন উঠেছে শেষমেশ সেই প্রচেষ্টা বিফলে যাবে না তো! এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে।

Post a Comment

Previous Post Next Post