সমাচার ঃ হাসনাবাদ শিয়ালদা লোকাল ট্রেন ধরার জন্য হাসনাবাদ এক নম্বর প্ল্যাটফর্মের আসলে। অন্তঃসত্ত্বা বছর উনিশের শাবানার বিবির বমি করলে । বেশ কয়েকজন মহিলা ও পুরুষ তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। প্রথমে স্বামী ইব্রাহিম গাজী প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। মহিলা নিজে বলে আমি অন্তঃসত্ত্বা আমার বমি করার নোংরা জায়গা ধুয়ে দিচ্ছি। কিন্তু তাও রেয়াত করা হয়না অন্তঃসত্ত্বা বধূকে বেধড়ক মারধর করে। অসুস্থ হয়ে পরে।
ঘটনাটি ঘটে বসিরহাট মহকুমার হাসনাবাদ রেল স্টেশনে। জানা গিয়েছে, বছর উনিশের শাবানা বিবি ও তার স্বামী ইমরান গাজীর সঙ্গে হাসনাবাদ থানার জয় গ্রামে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাসনাবাদ এক নম্বর প্ল্যাটফর্মে আসে। হটাৎই অসুস্থ হয়ে বমি করে ফেলে শাবানা বিবি।এদিন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ওই দম্পত্তি হাসনাবাদ থানায় ও রেল পুলিশ একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ওই দম্পত্তির অভিযোগ, যখন এই ঘটনা ঘটেছিল একবার কেউ এগিয়ে আসেনি।
পাশে দাঁড়ানোরও প্রয়োজন মনে করিনি কেউ। আক্রান্ত ওই দম্পতির এই ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানা ও রেল পুলিশ। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে । জানা গিয়েছে, দম্পতির বাড়ি রাজারহাট লেকটাউনে। এই ঘটনার জেরে উত্তেজনার সৃষ্টি হয় হাসনাবাদ স্টেশন চত্বরে। এমনিতেই বসিরহাট ও বনগাঁ লোকালে নিত্য যাত্রীদের বাড়বাড়ন্ত নিয়ে বহু পুরানো তারপর এই ঘটনায় আরো একবার প্রশ্ন দেখা দিল রেলের নিরাপত্তা নিয়ে।
ঘটনাটি ঘটে বসিরহাট মহকুমার হাসনাবাদ রেল স্টেশনে। জানা গিয়েছে, বছর উনিশের শাবানা বিবি ও তার স্বামী ইমরান গাজীর সঙ্গে হাসনাবাদ থানার জয় গ্রামে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাসনাবাদ এক নম্বর প্ল্যাটফর্মে আসে। হটাৎই অসুস্থ হয়ে বমি করে ফেলে শাবানা বিবি।এদিন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ওই দম্পত্তি হাসনাবাদ থানায় ও রেল পুলিশ একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ওই দম্পত্তির অভিযোগ, যখন এই ঘটনা ঘটেছিল একবার কেউ এগিয়ে আসেনি।
পাশে দাঁড়ানোরও প্রয়োজন মনে করিনি কেউ। আক্রান্ত ওই দম্পতির এই ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানা ও রেল পুলিশ। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে । জানা গিয়েছে, দম্পতির বাড়ি রাজারহাট লেকটাউনে। এই ঘটনার জেরে উত্তেজনার সৃষ্টি হয় হাসনাবাদ স্টেশন চত্বরে। এমনিতেই বসিরহাট ও বনগাঁ লোকালে নিত্য যাত্রীদের বাড়বাড়ন্ত নিয়ে বহু পুরানো তারপর এই ঘটনায় আরো একবার প্রশ্ন দেখা দিল রেলের নিরাপত্তা নিয়ে।