
সমাচার ওয়েব ডেস্ক ঃ শুক্রবার ঠিক ভোর সাড়ে পাঁচটায় চার আসামির ফাঁসির সাজা কার্যকর হবে। সকাল সাড়ে ছ'টার মধ্যে গোটা প্রক্রিয়া শেষ হবে।
কয়েকদিন আগে পর্যন্ত বেশ শান্ত নিরুত্তাপ ছিল নির্ভয়া গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত চার ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি।কিন্তু এখন যেন মৃত্যু ভয় তাদের গ্রাস করেছে করে চলেছে।তিহার জেল সূত্রের খবর, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে থেকে একেবারেই চুপচাপ হয়ে গিয়েছে মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত এবং বিনয় শর্মা নামে ওই চার অভিযুক্ত। ইতিমধ্যে নিয়ম মেনে ওই চার দোষীর কাউন্সেলিং-এর ব্যবস্থা করেছে জেল কতৃপক্ষ। শেষ বারের মতো তাদের কোনো শেষ ইচ্ছে আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। চার জনের উপরেই কড়া নজর রাখা হয়েছে।
ফাঁসুরে পবন জল্লাদ ছাড়া তিহার জেলে থাকছেন জেল সুপার, চিকিৎসক সহ হাতেগোনা কয়েকজন। একে একে চার জনের ফাঁসি দেবেন পবন জল্লাদ। এই প্রথম তিহার জেলে একসঙ্গে চারজনের ফাঁসি হচ্ছে। ইতিমধ্যে ফাঁসির জন্য বিহারের বক্সার থেকে দশটি বিশেষ দড়ি আনা হয়েছে তিহার জেলে। বুধবারের পর বৃহস্পতিবারও ফাসিকাঠ সহ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। তিন বার পিছিয়ে যাওয়ার পর অবশেষে নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি হচ্ছে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে একটি চলন্ত বাসের মধ্যে নির্ভয়াকে গণধর্ষণ করা হয়েছিল। পরে সিঙ্গাপুরের হাসপাতালে প্যারামেডিক পড়ুয়া ওই তরুণীর মৃত্যু হয়।
কয়েকদিন আগে পর্যন্ত বেশ শান্ত নিরুত্তাপ ছিল নির্ভয়া গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত চার ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি।কিন্তু এখন যেন মৃত্যু ভয় তাদের গ্রাস করেছে করে চলেছে।তিহার জেল সূত্রের খবর, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে থেকে একেবারেই চুপচাপ হয়ে গিয়েছে মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত এবং বিনয় শর্মা নামে ওই চার অভিযুক্ত। ইতিমধ্যে নিয়ম মেনে ওই চার দোষীর কাউন্সেলিং-এর ব্যবস্থা করেছে জেল কতৃপক্ষ। শেষ বারের মতো তাদের কোনো শেষ ইচ্ছে আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। চার জনের উপরেই কড়া নজর রাখা হয়েছে।
ফাঁসুরে পবন জল্লাদ ছাড়া তিহার জেলে থাকছেন জেল সুপার, চিকিৎসক সহ হাতেগোনা কয়েকজন। একে একে চার জনের ফাঁসি দেবেন পবন জল্লাদ। এই প্রথম তিহার জেলে একসঙ্গে চারজনের ফাঁসি হচ্ছে। ইতিমধ্যে ফাঁসির জন্য বিহারের বক্সার থেকে দশটি বিশেষ দড়ি আনা হয়েছে তিহার জেলে। বুধবারের পর বৃহস্পতিবারও ফাসিকাঠ সহ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। তিন বার পিছিয়ে যাওয়ার পর অবশেষে নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি হচ্ছে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে একটি চলন্ত বাসের মধ্যে নির্ভয়াকে গণধর্ষণ করা হয়েছিল। পরে সিঙ্গাপুরের হাসপাতালে প্যারামেডিক পড়ুয়া ওই তরুণীর মৃত্যু হয়।