সমাচার ঃ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শংকর চ্যাটার্জির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার জন্য গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন আকাইপুরের বাসিন্দা বিজেপির মহিলা কর্মী দিপালী দেব l জানা গিয়েছে, বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি l এরপর হোয়াটসঅ্যাপ গ্রূপের সেই মন্তব্যের প্রিন্ট আউট নিয়ে থানায় অভিযোগ দায়ের করে ওই মহিলাকর্মী l অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ l
এব্যাপারে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, এগুলো শাসক দলের চক্রান্ত।যেহেতু বিজেপি এরাজ্যে ভাল ফল করে চলছে, তাই বিজেপিকে কালিমালিপ্ত করবার উদ্দেশ্যে এই সমস্ত চক্রান্ত করছে। এই সব চক্রান্তে কোন কাজ হবে না।যদি কেউ অভিযোগ করে থাকে, তাহলে পুলিশ পুলিশের কাজ করবে।আদৌ সে বিজেপি কিনা সেটাও দেখার ব্যাপার আছে বলেও দেবদাস মণ্ডল জানান।
অন্যদিকে তৃণমূল নেতা গোপাল শেঠ এব্যপারে বলেন, শঙ্কর বাবু যদি বলে থাকেন, তাহলে ওদের ভাবনা চিন্তাকে তুলে ধরেছেন।আগামীতে যদি কোনদিন এদের সরকারে আসার কোন সম্ভাবনা থাকে, তাহলে মহিলারা কেমন থাকবেন সেটাই তার কথার মধ্যদিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে।আমরা মহিলাদের সম্পর্কে এই রকম কুরুচিকর মন্তব্যের জন্য তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্চি।আইন-আইনের মত চলবে, প্রশাসনকে বলব এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে।
এব্যাপারে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, এগুলো শাসক দলের চক্রান্ত।যেহেতু বিজেপি এরাজ্যে ভাল ফল করে চলছে, তাই বিজেপিকে কালিমালিপ্ত করবার উদ্দেশ্যে এই সমস্ত চক্রান্ত করছে। এই সব চক্রান্তে কোন কাজ হবে না।যদি কেউ অভিযোগ করে থাকে, তাহলে পুলিশ পুলিশের কাজ করবে।আদৌ সে বিজেপি কিনা সেটাও দেখার ব্যাপার আছে বলেও দেবদাস মণ্ডল জানান।
অন্যদিকে তৃণমূল নেতা গোপাল শেঠ এব্যপারে বলেন, শঙ্কর বাবু যদি বলে থাকেন, তাহলে ওদের ভাবনা চিন্তাকে তুলে ধরেছেন।আগামীতে যদি কোনদিন এদের সরকারে আসার কোন সম্ভাবনা থাকে, তাহলে মহিলারা কেমন থাকবেন সেটাই তার কথার মধ্যদিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে।আমরা মহিলাদের সম্পর্কে এই রকম কুরুচিকর মন্তব্যের জন্য তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্চি।আইন-আইনের মত চলবে, প্রশাসনকে বলব এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে।