মুক্তিপণ চেয়ে আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি


সমাচার ঃ উত্তর ২৪ পরগনার ন’পাড়া থানার বাসিন্দা এক ব্যক্তিকে ৭ মার্চ বাগদা থানার বাগী এলাকায় নিয়ে এসে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে মারধর করার অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছেl অভিযোগ, ওই ব্যক্তির কাছ থেকে ২টি মোবাইল ও সোনার জিনিস কেড়ে নেয় অপহরণকারীরা l এরপর শুক্রবার রাতে ওই ব্যক্তি পালিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হন এবং তিনি সেলিম মণ্ডল, শাজাহান মণ্ডল, সুজিত রায়, শাহাদাত মণ্ডলের নামে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর অভিযোগ পেয়ে সেলিম মণ্ডল ও শাজাহান মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ l শনিবার ধৃত দুইজনকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হলে ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় বিচারক l

Post a Comment

Previous Post Next Post