অবশেষে তৃণমূল নেতা গোপাল শেঠের হস্তক্ষেপে কলকাতার হাসপাতালের উদ্দেশ্যে ৭৪ বছরের গৌতম


সমাচার ঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সন্দেহে বনগাঁ হাসপাতালে ভর্তি এক বৃদ্ধব্যক্তিকে ট্রান্সফারের পর মিলছিল না অ্যাম্বুলেন্স। সকাল থেকে অ্যাম্বুলেন্সের অভাবে তাকে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। চরম ভোগান্তিতে পড়ে পরিবার।দীর্ঘক্ষণ টানাপোড়েনের পর অবশেষে তৃণমূল নেতা গোপাল শেঠের হস্তক্ষেপে বনগাঁ হাসপাতালে তোড়জোড় শুরু হয় ।বনগাঁ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক সংক্রমণ প্রতিরোধক ড্রেস পরে রোগীকে নিয়ে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়।

উল্লেখ্য, বনগাঁ মহকুমা হাসপাতালে জ্বর কাঁশি নিয়ে শুক্রবার বিকেল ৫ টায় ভর্তি হয় বনগাঁর মোস্তাফিপাড়ার বাসিন্দা গৌতম মুখোপাধ্যায় নামে ৭৪ বছরের এক বৃদ্ধl বৃদ্ধের উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তর করা হয়।

Post a Comment

Previous Post Next Post