বনগাঁয় করোনায় আক্রান্ত সন্দেহ! ট্রান্সফারের জন্যে মিলছে না অ্যাম্বুলেন্স



সমাচার ঃ উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে জ্বর কাঁশি নিয়ে শুক্রবার বিকেলে ৫ টায় ভর্তি করা হয় বনগাঁ মোস্তাফিপাড়ার গৌতম মুখোপাধ্যায় নামে ৭৪ বছরের বৃদ্ধকে । বৃদ্ধের উপসর্গ দেখে সন্দেহ হাওয়ায় তাকে বেলেঘাটা আই ডি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু কোন এম্বুলেন্স যেতে রাজি না হাওয়ায় তাকে স্থানান্তর করা সম্ভব হয়নি । হাসপাতাল কতৃপক্ষ প্রশাসনিক কর্তাদের জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post