১ নং জাতীয় সড়কে (চাকদা রোড) ভয়াবহ দুর্ঘটনা মৃত ৩


১ নং জাতীয় সড়কে (চাকদা রোড) ভয়াবহ দুর্ঘটনা মৃত ৩

সমাচার ঃ শুক্রবার রাত ১১টা নাগাদ চাকদা রোডের বেলে এলাকায় ট্রেলারের সাথে এক স্কুটির সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন আরোহীর। প্রত্যক্ষদর্শীর কথায়, অন্যদিনের মতই বেপরোয়া ভাবেই গাড়িগুলো দুরান্ত গতিতেই ছুটছিল। হটাৎই বিকট আওয়াজ শুনে ছুটে এসে গুরুতর জখম অবস্থা দেখতে পান তারা। এরপর তিনজনকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাদের মৃত বলে ঘোষণা করেন।মৃতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। স্থানীয় বাসিন্দাদের দাবী, বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা।

Post a Comment

Previous Post Next Post