গৃহবধুর বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ


সমাচার ঃ নিজের ঘর থেকেই বধুর ঝুলন্ত দেহ উদ্ধার।অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের হাড়োয়া থানার মোহনপুর অঞ্চলের বাছড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা দশটার দিকে হঠাৎই ঘরের ভিতরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই বধূ। বধূকে প্রথম ঘর বন্ধ অবস্থায় দেখা যায় ডাকাডাকি করলে সাড়া না মেলায় হাড়োয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে বধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হাড়োয়া থানার পুলিশ। কি কারনে বধু আত্মঘাতী হলেন ওই গৃহবধু? এর পিছনে পারিবারিক অশান্তি না পণের দাবি, না কি স্বামী-স্ত্রীর গন্ডগোলে আত্মঘাতী বধু সেটাও খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতাল পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post