
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ লকডাউন এর দ্বিতীয় ধাপ ঘোষণা হতেই নিজের বাড়িতে ফেরার জন্য বুধবার সকালে বনগাঁর পেট্রাপোল এলাকা থেকে বিহারে উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেয় ৩৯ জন শ্রমিকl
আরও খবর পড়ুন-- পশু-পাখিদের খোঁজ নিতে পারমাদন ফরেষ্টে গেলেন জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ, নিজের হাতে খাওয়ালেন পশুপাখিদেরও
আরও খবর পড়ুন-- ফুল বাজার বন্ধ রাখার দাবিতে ঠাকুরনগর ফুল বাজারে এলাকাবাসীর বিক্ষোভ
আরও খবর পড়ুন-- পশু-পাখিদের খোঁজ নিতে পারমাদন ফরেষ্টে গেলেন জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ, নিজের হাতে খাওয়ালেন পশুপাখিদেরও
জানা গিয়েছে,
ওই নির্মান শ্রমিকদের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায় l এরপর পুলিশের কাছে খবর যেতেই
তাদের ফেরানোর জন্য উদ্যোগী হয় বনগাঁর পুলিশ প্রশাসন l বুধবার সকালে গাইঘাটা থানার
মন্ডলপাড়া রেলগেট এলাকা থেকে ওই ৩৯ জন শ্রমিককে পেট্রাপোলে ফিরিয়ে নিয়ে আসা হয়
l এরপর ওই শ্রমিকদের খাওয়ানোর ব্যবস্থা করবার জন্য ঠিকাদারকে নির্দেশ দেয় পুলিশ
l যদিও নির্মাণ শ্রমিক বা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি l
আরও খবর পড়ুন-- ফুল বাজার বন্ধ রাখার দাবিতে ঠাকুরনগর ফুল বাজারে এলাকাবাসীর বিক্ষোভ