
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ করোনার জেরে লকডাউনে চরম সংকটে রাজ্যের সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে নিজের উদ্যোগে কখন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন, আবার কখন রাস্তার পাশের ভবঘুরে থেকে পশুপাখিদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তিনি। এবারে উত্তর ২৪ পরগণা জেলার গোপালনগর থানার অন্তর্গত বিভূতিভূষণ অভয় অরণ্যে গিয়ে কয়েকশো হনুমান ও পশু-পাখিদের খাওয়ালেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ।
মঙ্গলবার দুপুরে গাড়ি ভর্তি করে কলার কাঁদি, বিস্কুট, ফলমূল, নিয়ে হাজির হন ফরেস্টে। সেখানকার কর্মীদের সঙ্গে নিয়ে ঢুকে পড়েন বাগানের মধ্যে। কলা, বিস্কুট, ফলমূল দেখে দলে দলে হনুমান, পশু-পাখি পক্ষী ভিড় জমায়। তাদেরকে নিজের হাতে খাওয়ালেন গোপালবাবু।
গোপাল শেঠ বলেন, "পশুপাখি, জীবজন্তু সকলকে নিয়েই আমাদের পরিবেশ। যেহেতু লকডাউনের কারণে বন্ধ রয়েছে ফরেস্ট। তাই এদের খোঁজ নিতে এসেছিলাম। এখানে অনেক হনুমান, পশু-পাখি রয়েছে। এদেরও খাওয়ালাম।"