
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সীল করা বেসরকারী নার্সিংহোম।
সার্বভৌম সমাচার, তমলুক ঃ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির পর তমলুকে একটি বেসরকারী নার্সিংহোম সীল করা হল। পাঁশকুড়ার এক মহিলার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। শনিবার রাতে মহিলা রির্পোটের করোনা ভাইরাস পজিটিভ আসার পর আবার নতুন করে পূর্ব মেদিনীপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রবিবার সকালে প্রথমেই ওই মহিলা ভর্তি থাকা বেসরকারী নার্সিংহোমটিকে সীল করে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূএে জানা গিয়েছে, ১৯ এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার বাহান্ন বছর বয়সী ওই মহিলা রক্ত বমির সমস্যা নিয়ে তমলুকের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন। ওই বেসরকারী নার্সিংহোমে মহিলাকে রক্তও দেওয়া হয়। এরপর ওই মহিলার অবস্থায় অবনতি হলে তাকে কোলকাতার নীলরতন হাসপাতালের স্থান্তরিত করা হয়। সেখান থেকে ওই মহিলাকে কোলকাতার বাঙ্গুর হাসপাতালের ভর্তি করা হয়।
সেখান থেকে ওই মহিলার লালারস সংগ্রহ করে পরীক্ষা জন্য কোলকাতার পাঠানো হয়। শনিবার রাতে ওই মহিলার করোনা ভাইরাস আক্রান্ত বলে স্বাস্থ্যদপ্তর সূএে জানানো হয়। এরপর পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্যদপ্তরকে জানিয়ে দেওয়া হলে রবিবার সকালে স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে তমলুকের ওই বেসরকারী নার্সিংহোমটি সীল করে দেওয়া হয়।নার্সিংহোমে ভর্তি থাকার দুইজনকে রোগীকে তমলুক জেলা হাসপাতালের ভর্তি করা হয়। বাকীদের রোগীদের ছেড়ে দেওয়া হয়।
পূর্ব মেদিনীপুর জেলার এক স্বাস্থ্য আধিকারীক বলেন, নার্সিংহোম আপতত সীল করা হয়েছে।নাসিংহোমে সমন্ত চিকিৎসক ও নার্সদের হোম কেয়ারন্টাইন থাকতে বলা হয়েছে। আক্রান্ত মহিলা পরিবারের সদস্যদের হোম কেয়ারন্টাইন থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত গত কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। মেচেদার একজন ও হলদিয়ার চার যুবক করোনা আক্রান্ত হয়েছিলেন। পাঁচজন এখন পাঁশকুড়া বড়মা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার এক স্বাস্থ্য আধিকারীক বলেন, নার্সিংহোম আপতত সীল করা হয়েছে।নাসিংহোমে সমন্ত চিকিৎসক ও নার্সদের হোম কেয়ারন্টাইন থাকতে বলা হয়েছে। আক্রান্ত মহিলা পরিবারের সদস্যদের হোম কেয়ারন্টাইন থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত গত কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। মেচেদার একজন ও হলদিয়ার চার যুবক করোনা আক্রান্ত হয়েছিলেন। পাঁচজন এখন পাঁশকুড়া বড়মা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।
আরও খবর দেখুন—