
সার্বভৌম সমাচার, তমলুক ঃ লক ডাউনে ইতিমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে নির্মবিত্ত পরিবার গুলিতে। তাদের মুখে দু'মুঠো অন্য তুলে দিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক সুরজিৎ বিশ্বাস। তার বিধানসভার নহাটা, ফুলশরা ও ঝাউডাঙ্গা গ্রামগুলিতে সকাল থেকে চলছে রান্না। কোন দিন ডিম ভাত, কোন দিন বা মাছ ভাত রান্না হচ্ছে। বিধায়কের তত্বাবধানে এলাকার যুবক ছেলেরা রান্না করা খাবার নিয়ে এলাকার দুস্থ পরিবারের বাড়িতে বাড়িতে পৌছে দিচ্ছেন। কোথাও কোথাও আবার চাল,ডাল, সবিন ও সাবান তুলে দেওয়া হচ্ছে সাধরন মানুষের হাতে।
এ বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূলের যুব কার্যকারী সভাপতি অভিজিৎ বিশ্বাস বলেন, বনগাঁ দক্ষিণের বিধায়ক সুরজিৎ বিশ্বাসের উদ্যোগে ও যুব তৃণমূলের ছেলেদের সহযোগীতায় এই বিধানসভার তিনটি যায়গায় রান্না করে তা সাধারন মানুষের বাড়িতে পৌছে দেওয়া হচ্ছে। প্রতিদিন ৭০০ থেকে ১০০০ মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছি। যত দিন লক ডাউন চলবে ততদিন বাড়িতে বাড়িতে রান্না করা খাবার পৌছে দেবেন বলে জানান তিনি।
আরও খবর দেখুন—