
পিয়ালি মণ্ডল, বনগাঁ ঃ লকডাউনে নাজেহাল নিন্ম- মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ মানুষ। কর্মহারা হয়ে গৃহবন্ধি অবস্থা মাসাধিককাল যাবত। সাধারণ মানুষের এই চরম সংকট জনক অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ মহকুমা অসংগঠিত শ্রমিক ইউনিয়নের সম্পাদক নারায়ণ ঘোষ।
আজ বনগাঁ ডিএন-৪৪ বাসস্ট্যান্ডে তিনি বাস শ্রমিক, অটো চালক, ই-রিকশা, ডেকরেটারস শ্রমিক, চিরুনি শ্রমিক, রেলওয়ে হকার্স, মুটিয়া, গাড়ির মিস্ত্রি, হরিদাসপুর ভ্যান পুলার সহ বিভিন্ন সংগঠনের মোট ১২৫০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ইতিপূর্বে তাঁর নেতৃত্বে বনগাঁ ডিএন-৪৪ ও ৯৬সি রুটের বাস শ্রমিকদের কথা ভেবে তাদের জমানো অর্থ আগেই দিয়ে দেওয়া হয়েছিল আইএনটিটিইউসি সংগঠনের পক্ষ থেকে । তারপর শ্রমিকদের খাদ্য অভাবের কথা চিন্তা করে বনগাঁ অসংগঠিত আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের সম্পাদক নারায়ন ঘোষ নিজের টাকা খরচ করে ১৫০০ শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
আরও খবর দেখুন—