সীমান্তে খাবারের গুণমান দেখলেন বিডিও

সীমান্তে খাবারের গুণমান দেখলেন বিডিও

সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের কাটিয়াহাট গার্লস স্কুল রামচন্দ্রপুর চন্ডিপুরসহ চারটি কমিউনিটি কিচেন ঘুরে দেখলেন বাদুড়িয়ার বিডিও ত্রিভুবন নাথ। এদিন তাঁর সঙ্গে ছিলেন পুলিশ আধিকারিক বাপ্পাদিত্য মিত্র, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিন সহ প্রশাসনিক কর্তারা। এদিন বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্তের বাদুড়িয়া ব্লক এর কমিউনিটি কিচেন খাবার হোম ডেলিভারি দেওয়ার কাজ শুরু করেছে তৃণমূল যুব কংগ্রেস।


সীমান্তে খাবারের গুণমান দেখলেন বিডিও


ইতিমধ্যে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই সূচনা করেছিলেন ডায়মন্ড হারবার লোকসভা  দিয়ে। তারপর একে একে রাজ্য ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা পরিকল্পনা হয়েছে। পৌরসভার পর গ্রামে । অর্থাৎ সীমান্তে দিন ও দরিদ্র শ্রমিক পরিবারের পাশে দাঁড়াতে প্যাকেট বন্দি খাবার তাদের দেওয়ার পরিকল্পনা নিয়েছে। কারণ বহু শ্রমিক দৈনন্দিন জীবনে কাজ হারিয়ে রুজি-রোজগার হারিয়েছে। একদিকে অর্থসংকট অন্যদিকে খাবারের সমস্যা। তাই তাদের পাশে দাঁড়াতে। যতদিন লকডাউন চলবে ততদিন রান্না করা খাবার প্যাকেটিং করে সীমান্তের ঘরে ঘরে পৌঁছে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। খাবার পাবে সাধারণ মানুষ আরো বেশি বাস্তবায়িত করতে এদিন বিডিও পুলিশ আধিকারিক জনপ্রতিনিধিরা খাবারের গুণমান নিজে হাতে দেখলেন, প্যাকেট বন্দি করলেন।বিডিও এদিন বলেন সামাজিক দূরত্ব বজায় রাখুন লকডাউন মান্যতা দিন প্রশাসন আপনাদের পাশে আছে। কেউ অভুক্ত থাকবেন না, বাড়ি খাবার পৌঁছে যাবে।


আরও খবর পড়ুন--












Post a Comment

Previous Post Next Post