বিজেপি সাংসদকে ত্রাণ দিতে বাধা দিল পুলিশ


লকডাউনের সময় বিজেপি সাংসদকে ত্রাণ দিতে বাধা পুলিশের

সার্বভৌম সমাচার, ব্যারাকপুর ঃ লকডাউনে সময় অসহায়-দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ নিয়ে যেতে দেওয়া হল না এক বিজেপি সাংসদকে। ত্রান নিয়ে গ্রামে যাওয়ার পথেই আটকে দেয় পুলিশ। জানা গিয়েছে, এরপর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই সাংসদ।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ত্রাণ সামগ্রী নিয়ে আমডাঙার মরিচা গ্রাম পঞ্চায়েতের এলাকায় যাচ্ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আমডাঙা ঢোকার মুখে তার পথ আটকায় আমডাঙ্গা থানার পুলিশ । পথ আটকানোর কারণ জানতে চাইলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অর্জুন। বেশ কিছু সময় বচসার পরে পিছু হটে অর্জুন সিং। ত্রাণ সামগ্রী না দিয়েই ফিরে যেতে হয় তাকে। তিনি প্রশ্ন তোলেন, তৃণমূল ত্রান দিতে পারলে আমি কেন দিতে পারব না।


ত্রানে অনুমতি দানের রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এদিন অর্জুন সিং বলেন, 'এলাকায় তৃণমূল বিধায়ক ত্রাণ দিলে পুলিশ আপত্তি করে না। বিজেপি সাংসদ ত্রাণ দিলেই আপত্তি। বিভিন্ন ক্ষেত্রে ত্রান নিয়ে পৌঁছাতেই দেওয়া হচ্ছে না বিজেপি লোকেদের। তিনি আরও অভিযোগ করেন, পুলিশের কাছে পথ আটকানোর কারণ জানতে চাইলে তার উপযুক্ত কোনো কারণও দেখাতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আমডাঙা এলাকায় সুন্দরভাবে লকডাউন পালন হচ্ছে। এই সময়ে কোনো জনপ্রতিনিধি ঢুকলে লকডাউন এর ব্যাহত হতে পারে। তাছাড়া এলাকায় ত্রাণ দেওয়ার জন্য পুলিশের কাছে কোন অনুমতি নেয়নি বিজেপি সাংসদ।

আরও খবর পড়ুন--  পশু-পাখিদের খোঁজ নিতে পারমাদন ফরেষ্টে গেলেন জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ, নিজের হাতে খাওয়ালেন পশুপাখিদেরও

Post a Comment

Previous Post Next Post