
সার্বভৌম সমাচার, পেট্রাপোল ঃ দীর্ঘ ৩৭ দিন পরে গত বৃহস্পতিবার থেকে পেট্রাপোল সীমান্তে আমদানি-রপ্তানী শুরু হয়েছিল l এরপর শনিবার দুপুরে পেট্রাপোলের অ্যাসোসিয়েশনের শ্রমিকরা আন্দোলন শুরু করে আমদানি রপ্তানি বন্ধের দাবিতে l তাদের দাবি কয়েকজন অসাধু ব্যবসায়ী লাভের জন্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে l
দীর্ঘদিন লকডাউন সত্ত্বেও কোন ব্যবসায়ী শ্রমিকদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। আবার জিরো পয়েন্টে পন্য খালি করতে বাংলাদেশ থেকে শ্রমিকরা আসছে এতে করোনা ছাড়াতে পারে l তাই তাঁরা আমদানি-রপ্তানি বন্ধ করবার জন্য আন্দোলন শুরু করেছে। উল্লেখ্য, সম্প্রতি পেট্রাপোল সীমান্তে আমদানি-রপ্তানী শুরু হওয়ার বিষয়ে নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় l আর তারপরে শ্রমিকদের এই আমদানি-রপ্তানি বন্ধের দাবিতে বিক্ষোভ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।
পেট্রপোল ল্যান্ড পোর্ট অথরিটি ম্যানেজার শুভজিৎ মন্ডল জানিয়েছেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের অনুমতিক্রমে রপ্তানি শুরু হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকরাই কাজ করছে l সংক্রমণ ছড়ানোটা অসম্ভব l পরবর্তীতে যদি সরকারি কোনো নির্দেশ আসে সেই অনুসারে কাজ চলবে l
আরও খবর দেখুন--