পাঁচ বন্ধুর উদ্যোগে গ্রামের শ্রমজীবী মানুষদের খাদ্য সামগ্রী প্রদান

পাঁচ বন্ধুর উদ্যোগে গ্রামের শ্রমজীবী মানুষদের খাদ্য সামগ্রী প্রদান

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ লকডাউন এর ফলে কাজ হারিয়েছে এলাকায় বহু শ্রমজীবী মানুষ। সরকারি বেসরকারি সাহায্য মিললেও তা ফুরিয়ে যাচ্ছে দু'চারদিনে৷ এরপর সেই অনটন। এবারে গ্রামের সেই সকল মানুষদের সহযোগিতা করতে এগিয়ে এলো এলাকারই পাঁচ যুবক। সৌরভ বিশ্বাস এর নেতৃত্বে তারা নিজেদের পয়সা ও অন্যদের সহযোগিতা নিয়ে চাল, ডাল, তেল, নুন, ও মাস্ক কিনে শনিবার থেকে এলাকার মানুষদের মধ্যে বিতরণ করছেন। জানা গিয়েছে, আগামীতেও তাদের এই অভিযান চলতে থাকবে।

উত্তর ২৪ পরগণার অন্তর্গত বনগাঁ থানার জয়পুর এলাকার অসিত বিশ্বাস স্কুলের মাঠে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এলাকার মেহনতী মানুষদের। সেখানে এসে সামাজিক দুরত্ব বজায় রেখে লাইন দিয়ে দাঁড়িয়ে একে একে খাদ্য সামগ্রী সংগ্রহ করলেন এলাকার সাধারণ মানুষ। এরপর এলাকার বয়স্ক মানুষেরা দু’হাত ভরে আশীর্বাদ করলেন ওই যুবকদের। যুবকদের বক্তব্য, বনগাঁ পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আজকের থেকে এলাকার মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া শুরু করলাম। লকডাউন না উঠলে সপ্তাহে দুদিন করে দিতে থাকব৷


আরও খবর দেখুন--












Post a Comment

Previous Post Next Post