১৫ দিনের জন্য শিশুদের দুধের ব্যবস্থা করলেন আইনজীবী জয়দেব হালদার

১৫ দিনের জন্য শিশুদের দুধের ব্যবস্থা করলেন আইনজীবী জয়দেব হালদার

সুকান্ত দেবনাথ, বনগাঁ ঃ লকডাউনে এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পর এবারে এলাকার শিশুদের জন্য ১৫দিনের দুধের ব্যবস্থা করলেন গাঁড়াপোতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা প্রখ্যাত আইনজীবী জয়দেব হালদার। আজ সকালে সাড়ে দশটা নাগাদ গাঁড়াপোতা কালীবাড়ি থেকে এক থেকে দু বছরের শিশুদের জন্য ৯০টি পরিবারের হাতে ৫০০ গ্রাম করে দুধ তুলে দিলেন।

এদিনের অনুষ্ঠানের ফাঁকে জয়দেববাবু বলেন, আমাদের এলাকার সাধারণ মানুষ কর্মহারা হয়ে পড়েছে। তাদের সমস্যায় ইতিপূর্বে আমি সাধ্যমত দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সেখানে দেখেছিলাম, এক থেকে দু বছরের শিশুদের দুধের খুবই দরকার। সরকার ও বিভিন্ন সংস্থা সাধারন মানুষের বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন। কিন্তু দুধের ঘাটতি পড়ছে শিশুদের। যা তাদের খুবই দরকার। তাই আমার এই সামান্য প্রয়াস।

জয়দেব বাবুর এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। তাদের কথায়, ঠিকমত খাবার যোগার করতে পারছিলাম না, তার উপর বাচ্চার দুধের জোগান দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। এখন আমাদের বাচ্চারা দুধেভাতে থাকবে।

এদিন তৃণমূলের উপ-প্রধান জয়দেব হালদারের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি নন্দলাল বসু, পঞ্চায়েত প্রধান সুশান্ত দত্ত সহ আরও বিশিষ্টব্যক্তিবর্গ।


আরও খবর দেখুন--







Post a Comment

Previous Post Next Post