আগ্নেয়াস্ত্রসহ ও বেআইনি মাদকসহ গ্রেপ্তার ৩

আগ্নেয়াস্ত্রসহ ও  বেআইনি মাদকসহ গ্রেপ্তার ৩

সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ উত্তর ২৪ পরগণার বসিরহাট পুলিশ জেলার বসিরহাট থানার গোলাই চণ্ডী এলাকার ফুটবল মাঠ থেকে দুই কুখ্যাত দুষ্কৃতী আনারুল গাজী ও আবু তালেব মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলিভর্তি রিভলবার। উদ্ধার হয়েছে ৬০০ পিস মদের বোতল । পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বসিরহাট সহ জেলার বিভিন্ন থানায় পুলিশের খাতায় রাহাজানি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক সমাজবিরোধী কাজের অভিযোগ রয়েছে ।

পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তের লবঙ্গ গ্রাম থেকে শিবু মৃধা বলে এক মাদক পাচারকারীকেও গ্রেফতার করেছে পুলিশ । জানা গিয়েছে, শিবুর নামে এর আগেও মাদক পাচারের অভিযোগ, বে-আইনিভাবে মদ মজুদ করে রাখার অভিযোগসহ, কালোবাজারি, সীমান্ত দিয়ে পাচারের অভিযোগ ছিল ।

আজ শনিবার ভোর বেলা পুলিশ সুপার কংকর প্রসাদ বাডূই, অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, আইসি প্রেমসিস চট্টরাজ এসডিপিও অভিজিৎ সিনা মহাপাত্র রের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে  দন্ডিরহাট ফুটবল মাঠ থেকে ও বসিরহাট সীমান্তের লবঙ্গ গ্রাম থেকে ধৃতদের গ্রেফতার করে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

আরও খবর দেখুন--









Post a Comment

Previous Post Next Post