
সার্বভৌম সমাচার, হাসনাবাদ ঃ নিজের বাড়ির নারকেল গাছের ডাব পাড়ছিল এক যুবক। আর তাই নিয়ে বাবা-মা তাকে বকাবকি করায় অভিমানে মা-বাবার সামনেই নিজের গলায় ডাব কাটার দা দিয়ে কোপ বসিয়ে দেয় সে। এরপর মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকা অবস্থায় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, ২৭ বছরের ওই যুবকের নাম সাদ্দাম হোসেন মোল্লা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাবা রিয়াজুল মোল্লা ও মা রুনু বিবির সঙ্গে বচসা হয়, এরপর সেই রাগ গিয়ে পড়ে ছেলের উপরে।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে হাসনাবাদ থানার পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে রয়েছে হাসনাবাদ থানার পুলিশ।
আরও দেখুন--
#suicide #The young man committed suicide #CORONA #LOCKDOWN #BASHIRHAT #Arrogance over parents