
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ পৌরসভার হাসপাতাল কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা যে মহিলা সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি বর্তমানে করোনা মুক্ত হয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন। সম্প্রতি চিকিৎসা শেষে তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং খুব শিগগিরি তিনি বাড়ি ফিরবেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন--
এপ্রসঙ্গে বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য জানান, ‘উনি করোনা মুক্ত হয়েছেন। এটা বনগাঁবাসীর জন্য খুব স্বস্তি ও খুশির বিষয়। উনি সুস্থ জীবনযাপন করুন এটাই চাই। শহরের বাসিন্দাদের অবশ্য এখনও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যেভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষজন চলছেন, সেভাবেই আপাতত চলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মধ্য দিয়ে আমরা করোনার বিরুদ্ধে লড়ছি, সেই লড়াই অব্যাহত থাকবে।’
এদিকে বনগাঁ পৌরসভা এলাকায় ওই ভদ্রমহিলা আক্রান্ত হওয়ার জেরে গত ১০ মে বিকেল থেকে বনগাঁ শহরকে ২১ দিনের জন্য কন্টেইনমেন্ট জোনে পরিণত করা হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্য বিভাগের বিধি মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও মহকুমা শাসক ড. কাকলি মুখোপাধ্যায় জানিয়েছেন।
আরও দেখুন--এদিকে বনগাঁ পৌরসভা এলাকায় ওই ভদ্রমহিলা আক্রান্ত হওয়ার জেরে গত ১০ মে বিকেল থেকে বনগাঁ শহরকে ২১ দিনের জন্য কন্টেইনমেন্ট জোনে পরিণত করা হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্য বিভাগের বিধি মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও মহকুমা শাসক ড. কাকলি মুখোপাধ্যায় জানিয়েছেন।
#Good News #CORONA #LOCKDOWN #BONGAON #BONGAON MUNICIPALITY #বনগাঁর সেই করোনায় আক্রান্ত মহিলা
Tags:
জেলার খবর