
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ রমজান মাসে মুসলিম সম্প্রদায় ভুক্ত যে সমস্ত মানুষেরা রোজা পালন করছেন তাদের মধ্যে ফল বিতরন করলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য। শুক্রবার বেলা ১টা নাগাদ তিনি বনগাঁ পৌর এলাকার ১নং ওয়ার্ডের জয়পুর সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন রকমের ফল ভর্তি প্যাকেট দিলেন।
তার সংঘে ছিলন বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য সহ স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। শঙ্কর আঢ্য বলেন, করোনা আবহে লকডাউনের কারনে প্রতিবারের ন্যায় এবারে আর ইফতারপার্টি করা সম্ভব হচ্ছে না। তাই এবার রোজাদার পরিবারগুলির হাতে ফলের প্যাকেট তুলে দিলাম। পৌরসভা এলাকায় যারা রোজা পালন করছেন তাদের প্রত্যেকের জন্য ফল পাঠানো হবে।
আরও খবর দেখুন--
#Bongaon Municipality #Bongaon #SDO #North 24 Parganas #TMC #Shankar Addhya
Tags:
জেলার খবর