ভিন রাজ্য থেকে আসা ১১৭ জন পরিযায়ী শ্রমিকের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

ভিন রাজ্য থেকে আসা ১১৭ জন পরিযায়ী শ্রমিকের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

সার্বভৌম সমাচার, হাড়োয়া ঃ সংসারের হাল ফেরাতে কেউ গিয়েছিলেন তামিলনাড়ু, তো কেউ মহারাষ্ট্রে, কেউ আবার কেরালায়। করোনা আবহে লকডাউনে আটকে থাকা সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর পালা চলছে।

আজ রাজ্য সরকারের উদ্যোগে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের বিস্তীর্ণ এলাকায় প্রায় ১১৭ জন শ্রমিক বাড়ি ফিরছেন। স্বভাবতই শ্রমিকেরা ঘরে ফেরায় খুশি পরিবারের লোকজন।

আরও খবর পড়ুন--


কেউ গত এক বছর বা দেড় বছর আগে বাড়ি থেকে কাজের উদ্দেশ্য দেশের বিভিন্ন রাজ্যে গিয়েছিল। কিন্তু লকডাউনের জেরে একদিকে কাজের সংকট দেখা দিয়েছিল,অন্যদিকে অর্থনৈতিক সমস্যায় পড়েছিল ওই শ্রমিকরা।

জানা গিয়েছে, ১১৭ জন পরিযয়ী শ্রমিককে আজ বৃহস্পতিবার তাদের বসিরহাট জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা, থার্মাল স্ক্রিনিং করানো হয়। তারপর তাদেরকে হোম কোয়ারানটাইনে থাকার নির্দেশ দিয়েছেন হাড়োয়ার বিডিও দীপঙ্কর দাস।

আরও খবর পড়ুন--


তৃণমূলের ব্লক সভাপতি শফিক আহমেদ, ভিন রাজ্য থেকে আসা হাড়োয়া শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা, খাদ্য সুরক্ষিত করার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি সলুয়া ভিলেজ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও আগামী একমাসের জন্য চাল, ডাল, বিস্কুট, দুধ, সরষের তেল, আলু সহ  বিভিন্ন সবজি দেওয়া হয়। পাশাপাশি যতদিন লকডাউন চলবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের খাবারের ব্যবস্থা করবেন বলেও সংগঠনের সম্পাদক নজরুল ইসলাম জানিয়েছেন।


আরও খবর দেখুন--



#CORONA #LOCKDOWN #পরিযায়ী শ্রমিক #স্বেচ্ছাসেবী সংগঠন #migrant workers #MAMATA BANERJEE #West Bengal

Post a Comment

Previous Post Next Post