
সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ করোনা আবহে লকডাউন চলছে রাজ্য তথা জুড়ে। এবারে করোনার মাঝেই আন্দোলনে নামতে চাইছে পশ্চিমবঙ্গ প্রাইমারী শিক্ষক চাকরি প্রার্থী মঞ্চ।
তাদের দাবী, গত তিন বছর আগে প্রাইমারী শিক্ষক নিয়োগের জন্য জারি হয় নোটিফিকেশন, ফর্মও ফিলাপ হয়। কিন্তু তারপর তিন বছর ধরে কোনও পরীক্ষা নেওয়া হয়নি। এমনকি ঘোষণা করা হয়নি প্রাইমারী টেট পরীক্ষার দিনও। তাই এবারে শিক্ষক নিয়োগে বঞ্চনা ও যন্ত্রনার প্রতিবাদে আগামী ১৫ মে, সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রাইমারী টেট প্রার্থী নিজের নিজের বাড়িতে সামাজিক দূরত্ব মেনে প্রতিবাদ জানাবেন। তবে প্রতিবাদ হলেও মাস্ক পরেই বিক্ষোভ দেখাবেন তাঁরা। পাশাপাশি যে কোনো কাগজে নিজেদের দাবী লিখে, নিজের নিজের ছবি তুলে, নিজের ফেসবুক টাইমলাইন ও ফেসবুক গ্ৰুপে পোস্ট করবেন চাকরি প্রার্থীরা।
আরও পড়ুন--
সময়টা ছিল করোনা কান্ডের ঠিক আগের মুহূর্তে। অর্থাৎ ফেব্রয়ারি মাসের শেষের দিকে সরকারী খবর ছিল, পুরভোটের পরই স্কুল শিক্ষা দফতর প্রাথমিকের টেট নিতে চাইছেন । তবে সাম্প্রতিক করোনা আবহে পুরভোটই কবে হবে তারই কোন ঠিক নেই। আর শিক্ষক নিয়োগ তো দুরঅস্ত। উল্লেখ্য, রাজ্যে শেষ বার প্রাথমিকের টেট নেওয়া হয়েছিল ২০১৫ সালে। সেই টেট ঘিরেও তৈরি হয়েছিল একাধিক বিতর্ক। কিন্তু সবকিছু কাটিয়েও ফলাফল প্রকাশ করা হয় ২০১৬ সালে । কিন্তু তারপর থেকে রাজ্যে প্রাথমিকের টেট নেওয়া হয়নি। এরপর ২০১৭ সালের অক্টোবর মাসে পুনরায় প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল টেট পরীক্ষা নেওয়ার জন্য। আর তারপর লক্ষাধিক প্রার্থী আবেদনও করে।
পশ্চিমবঙ্গ প্রাইমারী শিক্ষক চাকরি প্রার্থী মঞ্চের পক্ষে জানানো হয়েছে, 'অধিকার কেউ কাউকে দেয় না, নিজের অধিকার জন্য নিজেকেই লড়াই করে ছিনিয়ে নিতে হয়।' আর সেটাই করতে চাইছে পশ্চিমবঙ্গ প্রাইমারী শিক্ষক চাকরি প্রার্থী মঞ্চ।
সুত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগের কত শূন্য পদ রয়েছে তার নির্দিষ্ট তথ্য তৈরি না হওয়ায় টেট নেওয়া যায়নি বলেই জানা গিয়েছিল স্কুল শিক্ষা দফতর সূত্রে। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে ৩০ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। সেই পরীক্ষা কবে হবে এখন সেটাই দেখার।
আরও পড়ুন--
পশ্চিমবঙ্গ প্রাইমারী শিক্ষক চাকরি প্রার্থী মঞ্চের পক্ষে জানানো হয়েছে, 'অধিকার কেউ কাউকে দেয় না, নিজের অধিকার জন্য নিজেকেই লড়াই করে ছিনিয়ে নিতে হয়।' আর সেটাই করতে চাইছে পশ্চিমবঙ্গ প্রাইমারী শিক্ষক চাকরি প্রার্থী মঞ্চ।
সুত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগের কত শূন্য পদ রয়েছে তার নির্দিষ্ট তথ্য তৈরি না হওয়ায় টেট নেওয়া যায়নি বলেই জানা গিয়েছিল স্কুল শিক্ষা দফতর সূত্রে। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে ৩০ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। সেই পরীক্ষা কবে হবে এখন সেটাই দেখার।
আরও দেখুন--