নিজের বোন আর তার বন্ধুরাও খেলতে নেয় না; এই অভিযোগ নিয়ে পুলিশে গেল খুদে

নিজের বোন আর তার বন্ধুরাও খেলতে নেয় না; এই অভিযোগ নিয়ে পুলিশে গেল খুদে
picture from google
সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ‌ সাম্প্রতিক করোনার আবহে চলছে লকডাউন। আর তারফলে বন্ধ স্কুল। বাড়িতে বসেও আর কাটছে না সময় । তারপর নিজের বোন আর তা‌র বন্ধুরাও খেলতে নিচ্ছে না। তাই কাঁদতে কাঁদতে পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেল উমর নিদার নামে বছর ৭/৮ বছরের এর এক খুদে।

>তাঁর অভিযোগে সে জানায়, তার বোন আর তার চার বন্ধু খেলতে নিচ্ছে না। আর তাই তাদের গ্রেপ্তার করবারও নালিশ করে সে। কেরলের খুদের এহেন অভিযোগ পেয়ে হেসে খুন পুলিশকর্মী থেকে সাধারণ মানুষ সকলেই।

আরও পড়ুন--


ওই খুদের‌ অভিযোগ ছিল, ‘লুডো, চোর পুলিশ খেলায় আমায় নিতে চায় না।' প্রথমে বাবার কাছে গিয়ে এই নালিশ করেছিল উমর নিদার নামে ওই খুদে। তখন বাবা খেলাচ্ছলে বলেন, পুলিশের কাছে গিয়ে অভিযোগ করতে। আর তারপর ছেলে সটান চলে যায় পুলিশের কাছে। অভিযোগ করে বলে, তার বোন আর বোনের চার বন্ধুকে গ্রেপ্তার করতে হবে। বোন আর তার বন্ধুরা মোটেই ভাল ব্যবহার করছে না। এই লকডাউনে একেই স্কুলে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না, তার ওপর ওরাও খেলতে না নেওয়ায় মন খারাপ করছে তার।

আরও পড়ুন--


প্রথমে ক্লাস থ্রি-য়ের ছাত্র উমর ইংরাজিতে গুছিয়ে লেখে অভিযোগ । বাড়ির পাশেই যখন পুলিশ অন্য একটি কাজে এসেছিল তখন সেই লিখিত অভিযোগ পুলিশের হাতে দেয় ছেলেটি। পুলিশও অভিযোগ ফিরিয়ে দেয়নি। এমনকি পরের দিন ওই খুদের বন্ধুদের সঙ্গে দেখা করে বলে, যাতে এরপর থেকে উমরকে নিয়ে খেলা করে তারা।


আরও দেখুন--





#CORONA #LOCKDOWN

Post a Comment

Previous Post Next Post