
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ লকডাউনের ফলে বাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে আটকে আছে। তাদের বিনা ভাড়ায় বাড়ি ফেরানো, প্রচেষ্টা প্রকল্পে আর্থিক বৃদ্ধি সহ মোট ৭ দফা দাবি নিয়ে উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিডিও অফিসের সামনে বিক্ষোভ করে বিডিওর কাছে একটি ডেপুটেশন দিলেন AIUTUC এর সদস্যরা। এদিন সকালে তারা গাইঘাটা বিডিও অফিসের সামনে ব্ল্যাক হাতে বিক্ষোভ দেখান। পরে বিডিও-এর কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা।
আরও পড়ুন--
অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের বিনা পয়সায় বাড়ি ফেরানো, সুষ্ঠু রেশন বন্টন, প্রচেষ্টা প্রকল্প চালু সহ মোট ১৪ দফার দাবি নিয়ে বনগাঁ SDO-র কাছে ডেপুটেশনের দেন বনগাঁ শহর ও ব্লক CPIM-এর সদস্যরা। এদিন দুপুরে তারা ব্ল্যাক ফেস্টুন নিয়ে বনগাঁ এসডিও অফিসের সামনে যান এবং তাদের একটি প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন জমা দেয়।
#CPIM #AIUTUC #Bongaon #BONGA SDO #BDO Gaighata #North 24 Parganas
আরও পড়ুন--
AIUTUC এর রাজ্য সম্পাদক অশোক দাস জানান, গাইঘাটার বহু পর্যায়ক্রমিক বিভিন্ন রাজ্যে আটকে আছে। সেখানে তারা ঠিকমতো খাবারও পাচ্ছে না। অন্যান্য রাজ্যের শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার তেমন কোন তৎপরতা দেখাচ্ছে না। অবিলম্বে আমাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে নামব।
আরও দেখুন--
#CPIM #AIUTUC #Bongaon #BONGA SDO #BDO Gaighata #North 24 Parganas
Tags:
জেলার খবর