
সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ গত কয়েক বছরে দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে নানান অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতীয় সেনার আধিকারিকরা। ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে ঘোরার পর জানা গিয়েছে তরুণ সমাজের একটা বড় অংশ সেনায় যোগ দিতে প্রবল আগ্রহী। আর সে বিষয়ে সেনাপ্রধান আরও জানিয়েছেন, তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেনার আধিকারিকরা পড়ুয়াদের সঙ্গে আলোচনাও করা হয়েছে। আর তাদের কথায়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলে সেনার ধারণা, তরুণরা একজন জওয়ানের জীবন কেমন হয় তা জানতে ভীষণভাবে আগ্রহী। তাঁরা সেই অভিজ্ঞতা পেতে চায়। সেই কারণেই এবার উত্সাহী তরুণদের সেনায় একটা সুযোগ দেওয়া যেতে পারে বলে মনে করেন সেনাপ্রধান। তবে দেশের তরুণ পেশাদার বা অসামরিক ব্যক্তিদের নিয়োগ করা হলেও বয়স, বা ফিটনেসের মতো শারীরিক দক্ষতা নিয়ে কোনও রকম আপস করা হবে না বলে জানানো হয়েছে।
আরও পড়ুন--
আর সেকারনেই ভারতীয় সেনা পরিকল্পনা করেছে 'ট্যুর অফ ডিউটি'র ।জানা গিয়েছে ভারতীয় সেনায় তিন বছরের জন্য কাজের সুযোগ মিলবে দেশের সাধারণ নাগরিকদের। ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী 'ট্যুর অফ ডিউটি' প্রকল্পের পরিকল্পনা করেছে। এই প্রকল্পে তিন বছরের জন্য সাধারণ মানুষকে সেনায় কাজ করার সুযোগ দেওয়া হবে।
উল্লেখ্য, এই ব্যবস্থা ইজরায়েল চালু করেছে বহু আগেই। ইজরায়েলে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককেই বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে কিছুটা সময় কাটাতে হয়। এবার ভারতীয় নাগরিকদেরও সেই সুযোগ দিতে চলেছে সেনাবাহিনী।
উল্লেখ্য, এই ব্যবস্থা ইজরায়েল চালু করেছে বহু আগেই। ইজরায়েলে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককেই বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে কিছুটা সময় কাটাতে হয়। এবার ভারতীয় নাগরিকদেরও সেই সুযোগ দিতে চলেছে সেনাবাহিনী।
আরও পড়ুন--
সুত্রে খবর, এই প্রকল্পে প্রাথমিকভাবে ১০০ জন অফিসার ও ১ হাজার জওয়ানকে নিযুক্ত করা হবে। বিশেষ এই উদ্যোগ সফল হলে ফের পরবর্তী তিন বছরের জন্য তাঁদের নিযুক্ত করা হবে। তবে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সেনাবাহিনীতে কাজের সুযোগ থাকবে তাঁদের কাছে। সাত বছরের মেয়াদ শেষে তাঁরা নিজেদের পুরনো কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন।
#INDIAN ARMY #indian army recruitment
আরও পড়ুন--
তবে কেন এই পদক্ষেপ? জানা গিয়েছে, মূলত দেশের যুব সম্প্রদায় যাতে প্রত্যক্ষ ভাবে ভারতীয় সেনাবাহিনীতে কাজের অভিজ্ঞতা লাভ করতে পারেন, সে জন্য এই পদক্ষেপ করার কথা ভাবনা-চিন্তা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, এর ফলে দেশের একটি বিশাল অংশের কাছে সরাসরি সামরিক জীবনের অঙ্গ হওয়ার সুযোগও খুলে যাবে। সেনা সূত্রের খবর, ট্যুর অব ডিউটি (ডিওডি) বা ‘থ্রি ইয়ার্স শর্ট সার্ভিস’ নামের এই প্রকল্পের নানা খুঁটিনাটি শেষ মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে।
আরও দেখুন--
#INDIAN ARMY #indian army recruitment