পরিযায়ী শ্রমিকের পরিবার সাজিয়ে হাতে পোষ্টার দিয়ে ছবি তোলার অভিযোগ বনগাঁর বিজেপির বিরুদ্ধে

পরিযায়ী শ্রমিকের পরিবার সাজিয়ে হাতে পোষ্টার দিয়ে ছোবি তোলার অভিযোগ বনগাঁর বিজেপির বিরুদ্ধে

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ ত্রাণ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে পরিযায়ী শ্রমিকের পরিবার সাজিয়ে হাতে পোস্টার ধরিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠল বিজেপি নেতা ও এক কাউন্সিলরের বিরুদ্ধে।

জানা গিয়েছে, অভিযুক্ত বিজেপি নেতার নাম শোভন বৈদ্য। তিনি বনগাঁ উত্তর মন্ডলের বিজেপির সভাপতি। বনগাঁ পৌরসভার কাউন্সিলরের নাম দিব্যেন্দু বিকাশ বৈরাগী। বুধবার সকালে বনগাঁ কুঠিবাড়ি এলাকার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলানো বিশ্বাস, সুনীল সরকার, নিতাই আইচ, শ্যামল সান্যাল সহ মোট ৮ জন ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ করেছেন।

তাদের বক্তব্য, তাদের পরিবারের কোনো পরিযায়ী শ্রমিক নেই। তাদেরকে ১১ তারিখ ত্রাণ দেওয়ার নাম করে কাউন্সিলর দিব্যেন্দু বিকাশ বৈরাগীর বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরই সেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷ বিজেপিকে কালিমালিপ্ত করতে শাসকদল চক্রান্ত করছে বলে জানান তারা।

আরও খবর দেখুন—

Post a Comment

Previous Post Next Post