পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এসডিও অফিসের সামনে ধর্না কংগ্রেসের

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এসডিও অফিসের সামনে ধর্না কংগ্রেসের

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ লকডাউন পরিস্থিতিতে রাজ্যের বাইরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দাবীতে বনগাঁ এসডিও অফিসের সামনে ধর্নায় বসল বনগাঁ শহর কংগ্রেস।

এদিন বনগাঁ এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভরত অবস্থায় বনগাঁ শহর কংগ্রেসের সভাপতি মহিবুল সিদ্দিকি বলেন, বিভিন্ন রাজ্যে আটকে থাকা এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের ঘরে না ফিরিয়ে রাজ্য সরকার বিভিন্ন ক্লাব সংগঠনকে টাকা বিলি করছে। এমত পরিস্থিতিতে ওই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দাবীতে আমাদের এই অবস্থান বিক্ষোভ।


দেখুন সেই বিক্ষোভের ভিডিও
https://www.facebook.com/sarbabhauma/videos/278293346888326/


আরও খবর দেখুন--

 


Post a Comment

Previous Post Next Post