কেন্দ্রের বড় সিদ্ধান্ত; বাড়ানো হল আধারের সঙ্গে রেশনের লিংক সময়সীমা

কেন্দ্রের বড় সিদ্ধান্ত; বাড়ানো হল আধারের সঙ্গে রেশনের লিংক সময়সীমা

সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ করোনা আবহে দেশ জুড়ে চলছে করোনার মহামারী। ক্রমশ বাড়ছে সংক্রমণ। যার ফলে গোটা দেশের মানুষ আজ আতঙ্কিত। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সাধারণের জন্য এল এক স্বস্তির খবর। বাড়ানো হল রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের সময়সীমা। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে  রেশন কার্ডের সঙ্গে আধারের লিঙ্কের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয় ।যা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

আরও খবর পড়ুন--


এছাড়াও এদিন সঙ্গে কেন্দ্রীয় বৈঠকে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়, লকডাউনের মধ্যে যারা রেশন কার্ড ব্যবহার করেন তাঁরা যেন কোনও রকমের সুবিধা থেকে বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখার বিষয়ে নজর দেওয়ার কথাও আলোচনা হয়। পাশাপাশি আরও সিদ্ধান্ত হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোন উপভোক্তার নাম বা কার্ড বাতিল করা হবে না।

এদিন কেন্দ্রীয় মন্ত্রক সুত্রে খবর, জানানো হয়েছে আধার বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল গ্রাহকদের যাতে আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করানো হয় সেই বিষয়ের উপর নজর রাখতে সকল রাজ্যগুলি বলা হয়েছে।



আরও খবর পড়ুন--


তবে যাদের এখনও পর্যন্ত করানো সম্ভব হয়নি তারা যাতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ করিয়ে ফেলেন তাতে খেয়াল রাখতে বলা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রক সুত্রে খবর, আধার কার্ডের সঙ্গে রেশন লিঙ্ক করাতে চাইলে গ্রাহকদের  ইউআইডিএআই ওয়েবসাইটে যেতে হবে এবং তারপরে সেখান থেকে রাজ্য, জেলা এবং নিজের ঠিকানা দিতে হবে। তারপরে রেশন কার্ডের ধরন সিলেক্ট করে রেশন কার্ড নম্বর ও আধার নম্বর, মোবাইল এবং ইমেল দিতে হবে। তা দেওয়ার পরে রেজিস্টার করা মোবাইলে একটি ওটিপি আসবে। সেটিও দিতে হবে। আর তারপরেই আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক হয়ে যাবে। লক ডাউনের কারণে যাতে কোন মানুষের অসুবিধা না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।


আরও খবর দেখুন—

Post a Comment

Previous Post Next Post