ভাই- ভাইয়ের গণ্ডগোল মেটাতে গিয়ে খুন হলেন প্রতিবেশী যুবক, গুরুতর আহত আরো ১

ভাই- ভাইয়ের গণ্ডগোল মেটাতে গিয়ে খুন হলেন প্রতিবেশী যুবক, গুরুতর আহত আরো ১

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ ঝড়ে গাছ ভেঙে গিয়েছে পড়েছে ছোট ভাইয়ের ঘরের উপরে। ছোট ভাই বড় ভাইয়ের কাছে ক্ষতিপূরণ দাবি করলে তা দিতে চান না। আর সেই সমস্যার মধ্যস্থতা করতে ছোট ভাই গ্রামবাসীদের ডাকেন। সেখানে যেতে চান না বড় ভাই দিগন্ত। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় মধ্যস্থতাকারীদের উপর। বড় ভাইয়ের হেসোর কোপে মৃত্যু হয় এক যুবকের। আহত হন আরো একজন। মৃত যুবকের নাম সুদীপ কুমার বালা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা গাইঘাটা থানার মানিকহীরার ঘটনা।




স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিমুলপুর মানিকরা গ্রামের বাসিন্দা শ্যামল মণ্ডলের বাড়ির গাছ ঝড়ে গাছ ভেঙে পড়েছিল পার্শবর্তী ভ্যানচালক ভাই গোবিন্দ মণ্ডলের ঘরের উপরে। গাছ ভেঙে পড়ায় ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গোবিন্দ ক্ষতিপূরণ দাবি করলে তা দিতে চায় না শ্যামল। গোবিন্দ মন্ডল পার্শ্ববর্তী ক্লাবের কয়েকজন যুবককে ঘটনাটি জানায়। পার্শ্ববর্তী ক্লাবের যুবকরা ঘরের ক্ষতিপূরণ দেওয়ার জন্য দুই পরিবারের মধ্যস্থতা করতে যান।



পাশের একটি বাড়িতে তাদের বসার কথা ছিল। কিন্তু সেখানে আসেন না শ্যামল। তাকে বাড়িতে ডাকতে গেলে ক্লাবের যুবকদের উপরে চড়াও হয় শ্যামলের পরিবার। ধারাল অস্ত্র দিয়ে একাধিক কোপ মারা হয় সুদীপ কুমার বালাকে। এছাড়াও মারধর করা হয় সত্যেন বালাকে। গুরুতর আহত অবস্থায় সুদীপকে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তর কর হয়। কিন্তু কলকাতা যাওয়ার সময় তার মৃত্যু হয়।




এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় অভিযুক্ত দীগন্ত মণ্ডল, শ্যামল মণ্ডল ও শিফালি মণ্ডল গ্রেপ্তার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা ধ্যানেশ নারায়ণ গুহ। তার দাবি এই খুনের পিছনে বিজেপির ইন্ধন রয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি।


আরও খবর দেখুন--









#CORONA #LOCKDOWN #youth was killed #seriously injured #brother-brother quarre #Bongaon #West Bengal #North24Parganas

Post a Comment

Previous Post Next Post