Breaking News : দুইদিনে জেলায় এক পুলিশকর্মীসহ মোট ৩ করোনা আক্রান্তের খোঁজ মিলল

Breaking News : দুইদিনে জেলায় এক পুলিশকর্মীসহ মোট ৩ করোনা আক্রান্তের খোঁজ মিলল

সার্বভৌম সমাচার, উত্তর ২৪ পরগনা ঃ কেন্দ্র সরকার যখন লকডাউন শিথিল করবার চিন্তাভাবনা শুরু করেছে, তখন রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলায় এক দিনেই ৩ জন করোনা পজিটিভের খোঁজ মিলল। যার ফলে ইতিমধ্যেই জেলা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আরও খবর পড়ুন--


সুত্রে খবর, উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার বিষ্ণুপুর সুটিয়া এলাকার এক মহিলা পুলিশকর্মী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্মরত আছেন। দিন কয়েক আগে রুটিনমাফিক ওই মহিলা পুলিশকর্মীর লালারস পরীক্ষা করতে নেওয়া হয়েছিল। গতকাল তার রিপোর্ট আসতেই করোনা পজেটিভ ধরা পরে। বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ওই মহিলা কর্মী বাড়িতেও এসেছিল। তারপর থেকে কলকাতাতেই রয়েছেন। এখন ওই এলাকার বিষয়ে নজরে রাখছে স্বাস্থ্য দপ্তর।

আরও খবর পড়ুন--

    অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া, বসিরহাটের পর এবার করোনা থাবা বসিয়েছে সন্দেশখালিতে। জানা গিয়েছে, বসিরহাট মহকুমার সন্দেশখালি ২নং ব্লকের জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের ভাঙাতুষখালী গ্রামে শহীদ সরদার নামে এক ব্যক্তির দেহে করোনার খোঁজ মিলেছে। ওই ব্যক্তি পোশায় এক মাছ ব্যবসায়ী৷ অন্ধ্রপ্রদেশ থেকে বাগদা মাছের মিন এনে নিজের হেচারিতে ছেড়ে নার্সিং করে বিক্রি করত।

আরও খবর পড়ুন--


কিন্তু হঠাৎ পাইলস রোগে আক্রান্ত হয়ে পড়ে ওই ব্যক্তি। প্রচন্ড ব্লিডিং হওয়ায় তড়িঘড়ি ঘটকপুকুরের একটি নার্সিংহোমে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। সেখানে ডাক্তারের সন্দেহ হওয়ায় তার লালা টেস্ট করার পর করোনা পজিটিভ ধরা পড়ে।


পরিবার সূত্রে খবর, গতকালই জানা যায় শহীদ সরদারের করোনা পজেটিভ। আজ সন্দেশখালি বিডিও এবং স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে পরিবারের ৩ জন এবং রিলেটেড আরও ১০ জন মোট ১৩ জনকে কোয়ারান্টিন সেন্টারে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে।

আরও খবর পড়ুন--


আজ উত্তর ২৪ পরগনা গোপালনগর ২নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শুভরত্নপুরের এক যুবকের শরীরে করোনা মিলেছেl জানা গিয়েছে, ১০ তারিখ রবিবার সকালে বনগাঁ মহাকুমা হাসপাতাল এই যুবকের লালারসের নমুনা সংগ্রহ করে হয়l সোমবার সন্ধ্যায় রিপোর্ট আসে l রিপোর্টে কোভিড -১৯ পজেটিভ আসেl

জানা গিয়েছে, ওই যুবক কলকাতার কুঠারি বেসরকারি হাসপাতালে একজন চতুর্থশ্রেণীর কর্মচারী। তিনি গত ৮ তারিখে বাড়ি ফিরেছিলেনl এলাকায় সিল করা হবে বলে প্রশাসন সূত্রে খবর l তবে শুধুমাত্র বনগাঁ মহাকুমা এলাকাতেই চারজনের শরীরে করোনার হদিস মিলল l যা নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

আরও খবর দেখুন--


#Bongaon #BongaonMunicipality #CORONA #BONGACORONA #CORONAUPDATE #GOPALNAGARCOROANA #GOPALNAGAR #SHUBHORATNAPUR #WESTBENGAL #Breakingnews #Breaking News #TOP10 #TOP TEN

Post a Comment

Previous Post Next Post