বনগাঁয় আবারও করোনা আক্রান্তের খোঁজ মিলল; এবারে গোপালনগর থানার শুভরত্নপুর

বনগাঁয় আবারও করোনা আক্রান্তের খোঁজ মিলল; এবারে গোপালনগর থানার শুভরত্নপুর

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ মাত্র ৬ দিনের মাথায় ফের করোনায় আক্রান্তের খোঁজ মিলল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার শুভরত্নপুর এলাকায়।

জানা গিয়েছে, ১০ তারিখ রবিবার সকালে বনগাঁ মহাকুমা হাসপাতাল গোপালনগর ২নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শুভরত্নপুরের বাসিন্দা এক যুবকের লালারসের নমুনা সংগ্রহ করে। এরপর সোমবার সন্ধ্যায় ওই যুবকের রিপোর্টে কোভিড -১৯ পজেটিভ আসে l



বনগাঁয় আবারও করোনা আক্রান্তের খোঁজ মিলল; এবারে গোপালনগর থানার শুভরত্নপুর

আরও খবর পড়ুন--


প্রশাসন সুত্রে খবর, ওই যুবক কলকাতার কুঠারি বেসরকারি হাসপাতালে চতুর্থশ্রেণীর কর্মচারী ছিল। গত ৮ তারিখে বাড়ি ফিরেছিল সে। বর্তমানে ওই যুবকের রিপোর্টে কোভিড -১৯ পজেটিভ আসায় কলকাতার কুঠারি বেসরকারি হাসপাতাল ছিল করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়া গোপালনগর থানার শুভরত্নপুর এলাকায় সিল করা হবে বলেও প্রশাসন সূত্রে খবর l এই নিয়ে বনগাঁ মহাকুমা এলাকায় চারজনের শরীরে করোনার হদিস মিলল l

আরও খবর পড়ুন--


ইতিমধ্যে বনগাঁ পৌরসভা এলাকায় কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষিত হয়েছে। পুলিশ ও প্রশাসন বনগাঁ পৌরসভার মোট ২২টি ওয়ার্ডের মধ্যে ১, ২, ৪, ১০, ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডগুলি সম্পূর্ণ ভাবে বন্ধ করেছে। এছাড়াও ১৯ নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ সড়ক গুলি কনন্টেমেন্ট জোন হিসেবে ঘোষণা করে আশপাশে থাকা ট-বাজার,নিউমার্কেট, নেতাজি মার্কেট, রেলবাজার, কৃষাণ মান্ডি, সব বন্ধ করা হয়েছে।

আরও খবর দেখুন--










#Bongaon #BongaonMunicipality #CORONA #BONGACORONA #CORONAUPDATE #GOPALNAGARCOROANA #GOPALNAGAR #SHUBHORATNAPUR #WESTBENGAL

Post a Comment

Previous Post Next Post