লকডাউনের সময় তথ্যচিত্র বানাতে গিয়ে বিপাকে ১৫ যুবক যুবতী


লকডাউনের সময় তথ্যচিত্র বানাতে গিয়ে বিপাকে ১৫ যুবক যুবতী

`সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ উত্তর ২৪ পরগনার অন্যতম হটস্পট জোন বসিরহাটে তথ্যচিত্র করার জন্য এসে বিপাকে পড়ল কলকাতার ১৫ জন যুবক যুবতী।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত বসিরহাট থানার টাকি রোডের মধ্যমপুর ঘোষপাড়া এলাকায়। জানা গিয়েছে, কলকাতা থেকে আসা ওই ১৫ জন যুবক যুবতীর টালিগঞ্জ, বেহালা ও আলিপুর এলাকায়।

আরও খবর পড়ুন--

স্থানীয় সুত্রে খবর, গত তিনদিন আগে ওই এলাকার স্থানীয় বাসিন্দা জয় ঘোষের বাড়িতে আশ্রয় নেয় যুবক যুবতীরা। রবিবার সারারাত ধরে গোলপুকুর পার্কে তথ্যচিত্র তৈরি করতে মগ্ন থাকে। এরপর স্থানীয় বাসিন্দারা সকাল হতেই জানতে পেরে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশকে খবর দিলে বসিরহাট থানার পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।


                                        আরও খবর পড়ুন--


যুবক যুবতীদের দাবি আমরা বেহালার লোকাল থানা থেকে পারমিশন নিয়ে এসেছি। কিন্তু বসিরহাট থানা এই বিষয়ে তাদের কাছে জানতে চাইলে কোনো উপযুক্ত নথি তারা দেখাতে পারেনি। বসিরহাট রেড জোন জানা সত্ত্বেও কেন তারা এখানে আসলো এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা সঠিক কারণ দেখাতে পারছেন না।


আরও খবর পড়ুন--


স্থানীয় বাসিন্দাদের দাবি, এই অবস্থায় বসিরহাটের বাইরে থেকে কেন লোক প্রবেশ করলো? এছাড়া গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন, কিভাবে তারা কলকাতা থেকে এতদুর পৌঁছাল।

এব্যাপারে প্রশাসন উপযুক্ত তদন্ত করার কথা বলেছেন। পুলিশ সুত্রে খবর, এই ১৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করার পর ১৪ দিনের হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা জয় ঘোষ কিভাবে বহিরাগতদের বাড়িতে এইভাবে থাকতে দিল; তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য শংকর ঘোষ।


আরও খবর দেখুন--






#documentary #Basirhat #North 24 Parganas #CORONA #Lockdown #KOLKATA #তথ্যচিত্র #লকডাউন #করোনা

Post a Comment

Previous Post Next Post