
সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী, শুনেছেন তাঁদের দাবি দাওয়ার কথা। তবে করোনা আবহে ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষে তিনি । অতএব ১৭ মে-র পর আরও কিছুদিন চলবে লকডাউন।
এদিনের বৈঠকে লকডাউন পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য কেন্দ্রীয় ভাবে পরিকল্পনা না করে রাজ্যগুলির উপরই ভার দিলেন। আর সেই মর্মে আগামী ১৫ মে-এর মধ্যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে লকডাউন পরবর্তী সময়ে কাটিয়ে ওঠা যাবে।
এদিনের বৈঠকে লকডাউন পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য কেন্দ্রীয় ভাবে পরিকল্পনা না করে রাজ্যগুলির উপরই ভার দিলেন। আর সেই মর্মে আগামী ১৫ মে-এর মধ্যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে লকডাউন পরবর্তী সময়ে কাটিয়ে ওঠা যাবে।
আরও খবর দেখুন
রাজ্যগুলিতে কীভাবে লকডাউন চলবে। কী কী কাজে কোথায় কোথায় ছাড় থাকবে, কী কী বিষয়ে কড়াকড়ি রাখা হবে, সব কিছু নিয়েই কেন্দ্রকে লিখিত পরামর্শ দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিনের আলোচনায় মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন যে, বিভিন্ন রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার সবরকমের সাহায্য করতে প্রস্তুত। তবে কীভাবে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা যায়, সেই বিষয়টি নিয়েও বিভিন্ন রাজ্যগুলির মতামত চেয়েছেন তিনি।
আরও খবর দেখুন--এদিনের আলোচনায় মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন যে, বিভিন্ন রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার সবরকমের সাহায্য করতে প্রস্তুত। তবে কীভাবে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা যায়, সেই বিষয়টি নিয়েও বিভিন্ন রাজ্যগুলির মতামত চেয়েছেন তিনি।
#PM #Narendramadi #CORONA #WESTBENAGL #LOCKDOWN