বদল হল স্বাস্থ্যসচিবের, এলেন পরিবহন দফতরের সচিব


বদল হল স্বাস্থ্যসচিবের, এলেন পরিবহন দফতরের সচিব


সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ২ হাজার ৬৩ জন । ২৪ ঘণ্টায় রাজ্যে আরও আক্রান্ত হয়েছে ১২৪  জন। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে করোনায় মৃত হয়েছে ৫ জনের। এই মৃত ৫ জনের মধ্যে ৩ জনই কলকাতার বাসিন্দা । রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১১৮ জন। সুস্থ হয়েছেন ৪৯৯ করোনা আক্রান্ত ।

রাজ্যে যখন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা হুড়মুড়িয়ে বেড়ে চলছে; তখন সরানো হল রাজ্যের স্বাস্থ্য সচিব বিবেক কুমারকে। সুত্রে খবর তাঁর জায়াগায় এলেন পরিবহন দফতরের মুখ্যসচিব। জানা গিয়েছে, করোনা আবহে স্বাস্থ্যসচিবের কাজে খুশি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বদল হল স্বাস্থ্যসচিবের, এলেন পরিবহন দফতরের সচিব

সুত্রের খবর, করোনা সংক্রমণের সময় যেভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী একের পর এক  সংক্রমিত হয়েছেন ও তাঁদের যেভাবে মৃত্যু হয়েছে তাতে একেবারেই অখুশি মুখ্যমন্ত্রী। আর তাই সরানো হল রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে । এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে পরিবেশ দফতরে সরানো হল ।


আরও খবর দেখুন--






#CORONA #WESTBENGAL #Secretary of Health #Secretary of the Department of Transportation #MAMATA BANERJEE #TMC #KOLKATA #NABANNA

Post a Comment

Previous Post Next Post