
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ এবারে প্রশাসনিক ভাবে সম্পূর্ণ কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষিত হল বনগাঁ। রবিবার সন্ধ্যা ৫টা থেকে এই ঘোষণা কার্যকরী হবে বলে বনগাঁর প্রশাসন সূত্রে খবর। শনিবার রাতে বনগাঁর মহকুমা শাসকের ‘আরণ্যক’ সভাকক্ষে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁর প্রশাসনিক কর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বনগাঁ পৌরসভার মোট ২২টি ওয়ার্ডের মধ্যে ১, ২, ৪, ১০, ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডগুলি সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। এছাড়াও ১৯ নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ সড়ক গুলি কনন্টেমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ওই সড়ক গুলির আশপাশে থাকা ট-বাজার,নিউমার্কেট, নেতাজি মার্কেট, রেলবাজার, কৃষাণ মান্ডি, সব বন্ধ থাকবে। তবে ওই সমস্ত ওয়ার্ডগুলির বাকি সমস্ত অংশ বাফার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বনগাঁ পৌরসভার মোট ২২টি ওয়ার্ডের মধ্যে ১, ২, ৪, ১০, ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডগুলি সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। এছাড়াও ১৯ নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ সড়ক গুলি কনন্টেমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ওই সড়ক গুলির আশপাশে থাকা ট-বাজার,নিউমার্কেট, নেতাজি মার্কেট, রেলবাজার, কৃষাণ মান্ডি, সব বন্ধ থাকবে। তবে ওই সমস্ত ওয়ার্ডগুলির বাকি সমস্ত অংশ বাফার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
আরও খবর পড়ুন--
এবিষয়ে বনগাঁর পুরপ্রধান শংকর আঢ্য বলেন "ওই ওয়ার্ড গুলির মধ্যে সমস্ত দোকানপাট, বাজার বন্ধ থাকবে। ২১ দিন মানুষজন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবেন না৷ কন্ট্রোলরুম খোলা হয়েছে, মানুষ নিত্য প্রয়োজনে কন্ট্রোলরুমে যোগাযোগ করলে তাদের খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া হবে। উল্লেখ্য বনগাঁ পৌরসভার হেল্পলাইন নম্বর হল ০৩২১৫-২৫৫০২১ এবং ৭৯০৮৩০৭৭৭৫।
এদিন মহকুমা প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, ওষুধের দোকান, পোস্ট অফিস, ব্যাংক, নার্সিংহোম কিছু শর্তসাপেক্ষে খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে ওই সব প্রতিষ্ঠানে যে মানুষেরা যাবেন তাদেরকে থার্মাল গান দিয়ে তাপমাত্রা পরীক্ষা করতে হবে এবং প্রত্যেকের রেজিস্টার মেইন্টেইন করতে হবে ।
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের প্রতিটি বাড়িতে পুরসভার পক্ষ থেকে একটি কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। ওই কার্ড দেখিয়ে আপাতত মানুষ কনন্টেমেন্ট ও বাফার জোন এলাকার বাইরে সপ্তাহে দুদিন কেনাকাটা করতে বেরতে পারবেন।
এদিন মহকুমা প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, ওষুধের দোকান, পোস্ট অফিস, ব্যাংক, নার্সিংহোম কিছু শর্তসাপেক্ষে খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে ওই সব প্রতিষ্ঠানে যে মানুষেরা যাবেন তাদেরকে থার্মাল গান দিয়ে তাপমাত্রা পরীক্ষা করতে হবে এবং প্রত্যেকের রেজিস্টার মেইন্টেইন করতে হবে ।
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের প্রতিটি বাড়িতে পুরসভার পক্ষ থেকে একটি কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। ওই কার্ড দেখিয়ে আপাতত মানুষ কনন্টেমেন্ট ও বাফার জোন এলাকার বাইরে সপ্তাহে দুদিন কেনাকাটা করতে বেরতে পারবেন।
আরও খবর পড়ুন--
উল্লেখ্য, সম্প্রতি বনগাঁ পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডে এক মহিলা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপরেই বনগাঁর সচেতন শহরবাসী দাবি করেছিলেন, শহরের বাজার এলাকা থেকে ভিড় নিয়ন্ত্রণ করবার জন্য৷ এরপর এদিনের প্রশাসনিক সিদ্ধান্তে স্বভাবতই খুশি বাসিন্দারা।
মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার বলেন, "জরুরী প্রয়োজনে মানুষকে ছাড় দেওয়া হবে। কন্ট্রোল রুমের পাশাপাশি মানুষ প্রয়োজনে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমরা ২৪ ঘন্টা তাদের পাশে আছি”।
মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার বলেন, "জরুরী প্রয়োজনে মানুষকে ছাড় দেওয়া হবে। কন্ট্রোল রুমের পাশাপাশি মানুষ প্রয়োজনে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমরা ২৪ ঘন্টা তাদের পাশে আছি”।
আরও খবর দেখুন--
#bongaon to sealdah train time #Bongaon #Bongaon Municipality #Helpline No.- 03215-255021, #7908307775 # জেনে নিন সরকারী সিদ্ধান্ত #কি কি মিলছে জরুরি পরিষেবায়