সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় বড়োসড়ো সিদ্ধান্ত বনগাঁর প্রশাসন। ১০তারিখ থেকে সন্ধ্যা থেকে বন্ধ হচ্ছে বনগাঁর সমস্ত দোকান, বাজার৷ সাধারণ মানুষের জন্য বাড়ি থেকে বের হওয়ার ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হচ্ছে৷ আগামী ২১ দিন চালু থাকবে এই নিয়ম। শনিবার রাতে বনগাঁর মহকুমা শাসকের আরণ্যক কক্ষে এক বিশেষ আলোচনায় বসেন বনগাঁর প্রশাসনিক কর্তা ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা। সেখানে ঠিক হয় আগামী ২১ দিনের রুপরেখা, পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে সুবিধা দিতে পুরসভার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাধারণ মানুষ বাড়ি থেকে না বের হতে পারলেও তাদের প্রয়োজনীয় নিত্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে মোবাইল ফোনের মাধ্যমে। কন্ট্রোলরুমে ফোন করলেই প্রয়োজনীয় ওষুধ বা আপৎকালীন পরিস্থিতিতে সমস্ত সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন, পৌরপতি শঙ্কর আঢ্য ৷ প্রয়োজনে পৌরসভার হেল্পলাইন নম্বর 03215 _255021 ও (7908307775) এ যোগাযোগ করুন । মহকুমা প্রশাসন সূত্রে খবর রবিবার বিকেল ৫টা থেকে বলবৎ হচ্ছে এই নতুন নিয়ম।তবে শর্তসাপেক্ষে ব্যাঙ্ক, পোষ্ট অফিস, নার্সিংহোম, ওষুধের দোকান খোলা থাকবে ।
আরও খবর দেখুন—
#CORONA #Bongaon #corona news right now #corona news #coronanewsupdate #westbengal