সার্বভৌম সমাচার, উত্তর ২৪ পরগণা ঃ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে কটূক্তি করার প্রতিবাদ করায় মাথা ফাটল মায়ের। ঘটনাটি ঘটেছে, বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের কামারগাতী গ্রামে।
জানা গিয়েছে, বছর সতরের ওই ছাত্রীকে প্রতিবেশী বছর পঞ্চাশের উত্তম সরদার প্রায়শই কটূক্তি করত ও কুপ্রস্তাব দিত। এই বিষয়ে, দীর্ঘদিন ধরে ওই ছাত্রী তার বাবা রাম রায় ও মা শ্যামলী রায়কে জানায়। এরপর ওই বিষয় নিয়ে দুই পরিবারের মধ্য গন্ডগোল হতো।
গতকাল শুক্রবার রাতে পুনরায় ওই ছাত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও কুপ্রস্তাব দিলে ওই ছাত্রী পরিবারকে জানায়। এরপর ওই ছাত্রীর বাবা উত্তম সরদার এর বাড়িতে যায়। পাল্টা অভিযোগ করে উত্তম সর্দার নামে বলে, ওই ছাত্রীর তার বাড়িতে গিয়ে তার উপর চড়াও হয়ে তাকে মারধোর করে এবং তার ডানহাত ভেঙ্গে দেয়।
স্থানীয় সূত্রে খবর, এরপর উত্তেজনা আরও চরমে ওঠে। উত্তম সরদার তার পরিবারের লোকজন নিয়ে গিয়ে ওই ছাত্রীর মায়ের মাথা ফাটিয়ে দেয়। এমনকি তাকে বাঁচাতে আসলে পরিবারের অন্য সদস্যরা ঠেকাতে গেলে বিজন রায় নামে আরও একজনকে মারধোর করে উত্তম সরদার। দুজনেই এখন মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি। এই ঘটনায় ওই ছাত্রীর পরিবার উত্তমের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে। পাল্টা উত্তম সরদারও ওই ছাত্রীর মা শ্যামলী রায়, বাবা রাম রায় জ্যাঠামশাই বিজন রায়, ভাই অভিজিৎ রায়ের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বছর সতরের ওই ছাত্রীকে প্রতিবেশী বছর পঞ্চাশের উত্তম সরদার প্রায়শই কটূক্তি করত ও কুপ্রস্তাব দিত। এই বিষয়ে, দীর্ঘদিন ধরে ওই ছাত্রী তার বাবা রাম রায় ও মা শ্যামলী রায়কে জানায়। এরপর ওই বিষয় নিয়ে দুই পরিবারের মধ্য গন্ডগোল হতো।
গতকাল শুক্রবার রাতে পুনরায় ওই ছাত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও কুপ্রস্তাব দিলে ওই ছাত্রী পরিবারকে জানায়। এরপর ওই ছাত্রীর বাবা উত্তম সরদার এর বাড়িতে যায়। পাল্টা অভিযোগ করে উত্তম সর্দার নামে বলে, ওই ছাত্রীর তার বাড়িতে গিয়ে তার উপর চড়াও হয়ে তাকে মারধোর করে এবং তার ডানহাত ভেঙ্গে দেয়।
স্থানীয় সূত্রে খবর, এরপর উত্তেজনা আরও চরমে ওঠে। উত্তম সরদার তার পরিবারের লোকজন নিয়ে গিয়ে ওই ছাত্রীর মায়ের মাথা ফাটিয়ে দেয়। এমনকি তাকে বাঁচাতে আসলে পরিবারের অন্য সদস্যরা ঠেকাতে গেলে বিজন রায় নামে আরও একজনকে মারধোর করে উত্তম সরদার। দুজনেই এখন মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি। এই ঘটনায় ওই ছাত্রীর পরিবার উত্তমের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে। পাল্টা উত্তম সরদারও ওই ছাত্রীর মা শ্যামলী রায়, বাবা রাম রায় জ্যাঠামশাই বিজন রায়, ভাই অভিজিৎ রায়ের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও খবর দেখুন--