
সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ মহামারী করোনা ভাইরাসের সংকট নিয়ে আলোচনা করতে আজ বিরোধী দলগুলির জুম সম্মেলনে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবে গৌড়া। তবে প্রত্যাশিতভাবেই অনুপস্থিত ছিলেন বহুজন সমাজ পার্টির মায়াবতী, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
আরও পড়ুন—
আজকের ওই জুম সম্মেলনে প্রথমেই কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি জানান, কেন্দ্র সরকার এখন গণতান্ত্রিক হওয়ার ভানটুকুও করা ছেড়ে দিয়েছে, দরিদ্রদের প্রতি কোন সমবেদনা নেই এই সরকারের এবং সংস্কারের নামে ‘সরকারি ক্ষেত্রের বেসরকারিকরণে' উঠে পড়ে লেগেছে।
এদিন কংগ্রেস সভাপতি কটাক্ষ করে বলেন, দেশের অর্থনীতি ‘মারাত্মক পঙ্গু' হয়ে গিয়েছে। এরপর তিনি আরও বলেন, বিখ্যাত সমস্ত অর্থনীতিবিদ তাৎক্ষণিকভাবে একটি বিশাল আর্থিক প্যাকেজের জন্য পরামর্শ দিয়েছেন; তবে “প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা- এবং পরের পাঁচ দিনের অর্থমন্ত্রীর বিশদ বিবরণ ঘোষণা” দেশের জন্য নির্মম পরিহাস হিসাবে প্রমাণিত হয়েছে।
এদিন কংগ্রেস সভাপতি কটাক্ষ করে বলেন, দেশের অর্থনীতি ‘মারাত্মক পঙ্গু' হয়ে গিয়েছে। এরপর তিনি আরও বলেন, বিখ্যাত সমস্ত অর্থনীতিবিদ তাৎক্ষণিকভাবে একটি বিশাল আর্থিক প্যাকেজের জন্য পরামর্শ দিয়েছেন; তবে “প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা- এবং পরের পাঁচ দিনের অর্থমন্ত্রীর বিশদ বিবরণ ঘোষণা” দেশের জন্য নির্মম পরিহাস হিসাবে প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন—
করোনাভাইরাসের মোকাবিলার কৌশল নিয়ে প্রতি কটূক্তি করে সনিয়া গান্ধি বলেন, “ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ২১ দিনে শেষ হয়ে যাবে বলে প্রধানমন্ত্রীর প্রাথমিক যে আশা করেছিলেন তা একেবারেই ভুল প্রমাণিত হয়েছে। এখন তো মনে হচ্ছে ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত ভাইরাস এখান থেকে নির্মূল হবে না। আমিও মনে করি যে সরকার লকডাউনের মানদণ্ড সম্পর্কে নিশ্চিত ছিল না, এমনকি কীভাবে লকডাউন উঠবে সে নিয়েও কোন কৌশল নেই।”
বর্তমান সরকারের যে সমাধান জানা নেই এই বিষয়টা উদ্বেগজনক; কিন্তু দরিদ্র ও দুর্বলদের প্রতি সরকারের কোনও সহানুভূতি বা সহমর্মিতা নেই তা হৃদয় বিদারক,” বলেন সনিয়া গান্ধি।
তবে ৩৫ বছর ধরে বিজেপির মিত্র থাকার পর এদিন উদ্ধব ঠাকরের শিবসেনার এটিই ছিল প্রথম বিরোধী সভা।
বর্তমান সরকারের যে সমাধান জানা নেই এই বিষয়টা উদ্বেগজনক; কিন্তু দরিদ্র ও দুর্বলদের প্রতি সরকারের কোনও সহানুভূতি বা সহমর্মিতা নেই তা হৃদয় বিদারক,” বলেন সনিয়া গান্ধি।
তবে ৩৫ বছর ধরে বিজেপির মিত্র থাকার পর এদিন উদ্ধব ঠাকরের শিবসেনার এটিই ছিল প্রথম বিরোধী সভা।
#Sonia Gandhi #Mamata Banerjee #Lockdown #Coronavirus #Zoom Meeting #18 opposition against modi #BJP