পাকিস্তানের বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট প্রধানমন্ত্রী মোদীর

পাকিস্তানের বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট  প্রধানমন্ত্রী মোদীর


সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ পাকিস্তানে বিমান দুর্ঘটনার কারণে জনজীবনের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য গভীরভাবে দুঃখজনক বলে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, “নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং শীঘ্রই আহতদের পুনরুদ্ধার কামনা করছি”।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও। তিনি টুইট করে লিখেছেন যে, পাকিস্তানে বিমান দুর্ঘটনার কারণে অনেক লোকের মৃত্যু হয়েছে শুনে আমি দুঃখিত। বেঁচে থাকা লোকদের খবর এক আশার রশ্মি। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, “বিমান দুর্ঘটনায় আমি দুঃখিত। পিআইএর প্রধান নির্বাহী কর্মকর্তা আরশাদ মালিকের সাথে যোগাযোগ করছেন। দুর্ঘটনার তদন্ত শুরু করা হবে। নিহতদের পরিবারের প্রতি দোয়া ও সমবেদনা জানিয়েছেন”।

লাহোর থেকে করাচিতে যাওয়া ওই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)বিমানটির দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও দেখুন--





#PIA #Pakistan Plane Crash #Pakistan International Airlines #Imran Khan #Top stories

Post a Comment

Previous Post Next Post