পাকিস্থানে ভয়াবহ বিমান দুর্ঘটনা

পাকিস্থানে ভয়াবহ বিমান দুর্ঘটনা

সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ পাকিস্থানের লাহোর থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ৯১ জন যাত্রী এবং আট জন ক্রু নিয়ে করাচি বিমানবন্দরের আগে বিধ্বস্ত হয়েছে। জানা গিয়েছে ওই বিমানটি করাচি বিমান বন্দর থেকে মাত্র এক মিনিটের দূরত্বে ছিল। ওই এয়ারবাস A320 এর দুর্ঘটনার আগে চূড়ান্ত মুহুর্তগুলি একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে, ওই বিমানের দু'টি ইঞ্জিনই নষ্ট হয়ে গিয়েছিল। যার কারনে পাইলট আন্তর্জাতিক সঙ্কটের বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন। তবে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত ভাবে পাওয়া যায়নি।




তবে ওই বিমানটি করাচির ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা মালির মডেল কলোনির নিকটে দিয়ে যাচ্ছিল। বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল। বিমানবন্দরের প্রায় দুই মাইল উত্তর পূর্বে করাচির মডেল কলোনি নামে একটি এলাকায় বিমানটি ভেঙে পড়ে।

সম্প্রতি করোনাভাইরাস মহামারী বন্ধ হয়ে যাওয়ার কারণে বিমানগুলি গ্রাউন্ডে পরিণত হওয়ার পরে পাকিস্তান বাণিজ্যিক বিমানগুলি আবার চালু করার অনুমতি দিয়েছিল। আর এই শুরুর কয়েকদিন পরেই এই দুর্ঘটনা ঘটে।




এদিন পাকিস্তানের এক গণমাধ্যমে প্রকাশিত ভিজ্যুয়ালে দেখানো হয়েছে, ওই বিমানের ধ্বংসস্তূপ যে এলাকায় পড়েছে সেখানকার বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগেছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যাওয়ার চেষ্টা করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় আহত হয়েছেন ওই এলাকার ২৫ জন বাসিন্দা। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। করাচির সমস্ত বড় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

নিউজ এজেন্সি পিটিআই পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটির সূত্রে খবর, বিমানটি অবতরণের এক মিনিট আগে বিমানটির সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও তা নিয়ে পরিষ্কার করে কিছু জানা যায়নি।


      এবিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তাৎক্ষণিক তদন্ত শুরু করা হবে। প্রার্থনা ও শোক প্রকাশ "নিহতদের পরিবারকে," তিনি টুইট করেছেন।

আরও দেখুন--


 



#PAKISTHAN #IMRAN KHAN #পাকিস্থানে বিমান দুর্ঘটনা #পাকিস্থানে ভয়াবহ বিমান দুর্ঘটনা #Terrible plane crash in Pakistan

Post a Comment

Previous Post Next Post