আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা আকাশ পথে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল

আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা আকাশ পথে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল

সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ একে মহামারী করোনার দাপট, তারপর যোগ হল ঘূর্ণিঝড় আমফান। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হল পশ্চিমবঙ্গ ও ওড়িশার একাধিক জেলাতে। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আমফানের তাণ্ডবে এরাজ্যে মোট মৃত্যু হয়েছে ৮০ জনের ।

আজ শুক্রবার সকাল ১১ টারও আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকর বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গেছিলেন। বুধবার কলকাতাসহ বিভিন্ন অংশ দিয়ে ঝড়ের ফলে কার্যত যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে আজ আকাশ পথে সেই ধ্বংসস্তুপ নিজের চোখে দেখলেন প্রধানমন্ত্রী। রাজ্যে আকাশপথে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যপাল জগদ্বীপ ধনকরও।



যদিও বৃহস্পতিবার একাধিক ট্যুইটে প্রধানমন্ত্রী জানান, “পুরো দেশ বাংলার সঙ্গে রয়েছে, এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের ক্ষেত্রে কোনও কার্পণ্য করা হবে না”। এছাড়া তিনি এদিন ট্যুইটে আরও লেখেন, “সাইক্লোন আম্ফানে বাংলায় ধ্বংসলীলা দেখলাম। এটা কঠিন সময়, পশ্চিমবঙ্গের প্রতি সহমর্মিতার সঙ্গে রয়েছে পুরো দেশ। রাজ্যের মানুষের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করি। স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা থাকবে”।


আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা আকাশ পথে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল

আজ আকাশ পথে আমফানের দুর্দশা দেখার পর কলকাতা ফেরার আগে, উত্তর ২৪ পরগনার বসিরহাটে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকর। সেখানে প্রধানমন্ত্রী ১০০০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। যদিও মুখ্যমন্ত্রী এ রাজ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলেন । তবে প্রধানমন্ত্রী আপাতভাবে এই সহযোগিতা বলে জানিয়েছেন।


অতিমারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে থেকে গত তিনমাসে এই প্রথমবার দিল্লির বাইরে কোন সফরে এলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য গত ২৯ ফেব্রুয়ারি প্রয়াগরাজ এবং চিত্রকূট গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেটাই ছিল তাঁর শেষ সফর। এরপর ৮৩ দিন পরে এই বাংলা ও ওড়িশা সফরে এলেন প্রধানমন্ত্রী।


      অন্যদিকে ওড়িশাতেও সাইক্লোনের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে, উপকূলবর্তী অঞ্চলে ব্যাহত বিদ্যুৎ ও টেলিকম যোগাযোগ ব্যবস্থা। ওড়িশা সরকার জানিয়েছে, সে রাজ্যে ৪৪.৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও দেখুন--



#CORONA #LOCKDOWN #MODI #MAMATA #বাংলায় মোদী #Amfan

Post a Comment

Previous Post Next Post