কমছে ঋণের কিস্তি, করোনা ক্ষতে মলম দিল RBI

আবারও করোনা ক্ষতে মলম দিল RBI, ঋণের কিস্তিও কমতে পারে


সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ সাম্প্রতিক মহামারী করোনা (COVID 19) আবহে সাংবাদিক সম্মেলন করে রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ শতাংশ করার ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ে তৃতীয় বার করোনা ভাইরাসের মোকাবিলায় সাংবাদিক সম্মেলন করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গর্ভনর শক্তিকান্ত দাস।


          একইসঙ্গে রিভার্স রেপো রেটও কমিয়ে ৩.৩৫ শতাংশ করল রির্জাভ ব্যাঙ্ক ইফ ইন্ডিয়া। জানা গিয়েছে, দেশের বৃদ্ধির গতি ত্বরাণ্বিত করতে ২৭ মার্চ রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করে আরবিআই। উল্লেখ্য গত এপ্রিলে, অপ্রত্যাশিতভাবে রিভার্স রেপো রেট ৩.৭৫ শতাংশ কমিয়েছিল আরবিআই।

আরও পড়ুন-


এদিন RBI গর্ভনর শক্তিকান্ত দাস জানান, “প্রয়োজনীয়তা”কে গুরুত্ব দিতে সম্মত হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের ঋণ নীতি বিষয় কমিটি। তবে কেন্দ্রীয় সরকারের ২০.৯৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণার পর, এটাই প্রথম সাংবাদিক সম্মেলন রিজার্ভ ব্যাঙ্ক গর্ভনর-এর।

করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর তার ফলে থমকে গিয়েছে দেশের অর্থনীতি। কর্মহারা হয়েছেন বহু মানুষ। আর তাই এবারে দেশের অর্থনৈতিক কার্যকলাপের চাকায় গতি আনতে করোনা ক্ষতে প্রলেপ দিল RBI.

আরও দেখুন-



#RBI #rbi governor #shaktikanta das #REPO RATE #COVID19 #CORONAVIRUS #LOCKDOWN

Post a Comment

Previous Post Next Post