
সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ চলতি সপ্তাহের গোড়ার দিকে ১৮টি বিরোধী দলকে ভিডিও কনফারেন্সে বৈঠক করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিল কংগ্রেস। তবে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির ডাকা ওই বৈঠকে বিরোধী দলের বৈঠকে উপস্থিত থাকবেন না বহুজন সমাজ পার্টির মায়াবতী, সমাজবাদি পার্টি নেতা অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এই তিনদলের সঙ্গেই কংগ্রেসের রাজনৈতিক সমস্যা রয়েছে।
তবে এনডিএ শরিকদের অবশ্য দাবি, ওই দলগুলির বিজেপির প্রতি নরম মনোভাব রয়েছে। আর্থিক প্যাকেজ থেকে শুরু করে করোনা ভাইরাসের নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই নিয়ে আজ বিকাল ৩টেয় ভিডিও কনফারেন্সে ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে।
তবে এনডিএ শরিকদের অবশ্য দাবি, ওই দলগুলির বিজেপির প্রতি নরম মনোভাব রয়েছে। আর্থিক প্যাকেজ থেকে শুরু করে করোনা ভাইরাসের নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই নিয়ে আজ বিকাল ৩টেয় ভিডিও কনফারেন্সে ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন—
কংগ্রেসের তরফে মনে করা হচ্ছে, এদিনের বৈঠকে যাঁরা যোগ দেবেন বলে তাঁদের মধ্যে রয়েছেন প্রথমেই রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপির শরদ পাওয়ার, ডিএমকের এমকে স্ট্যালিন এবং ইউপিএ এর অন্যান্য শরিকরা।
সুত্রে খবর, আগে থেকেই ওই বৈঠকে আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বামদলগুলিও তাদের তরফে আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়েছিল। তবে বিরোধী দলের এই বৈঠকে শিবসেনার এটাই প্রথম উপস্থিতি হতে চলেছে।
সুত্রে খবর, আগে থেকেই ওই বৈঠকে আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বামদলগুলিও তাদের তরফে আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়েছিল। তবে বিরোধী দলের এই বৈঠকে শিবসেনার এটাই প্রথম উপস্থিতি হতে চলেছে।
আরও পড়ুন—
উল্লেখ্য গত এপ্রিলে এই বৈঠক হওয়ার কথা থাকলেও কয়েকটি দল এই বৈঠক পিছিয়ে দেওয়ার পক্ষে ছিলেন। যার মধ্যে প্রথমে ছিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার। তবে মোদি সরকার এবং মহামারী ভাইরাসের ভাইরাস নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে অবশেষে তিনিও মেনে নেন। যদিও আজকের ওই বৈঠকে অনেকেই দেওয়ার মতো রয়েছেন।
আরও দেখুন—#Congress #to meet #18 opposition parties #Mayawati #Akhilesh Yadav #Arvind Kejriwal #Sonia Gandhi