আমফানের তাণ্ডবে বনগাঁ মহকুমায় মৃত ৪

আমফানের তাণ্ডবে বনগাঁ মহকুমায় মৃত ৪

সার্বভৌম সমাচার, বনগাঁ : আমফানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর ২৪ পরগণার বনগাঁ মহকুমা জুড়ে। খবর পাওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের।



এমনিতেই করোনার আতঙ্কে গৃহবন্দি মানুষ; দুবেলা-দুমুঠো খাবার জুটছে না, তার উপর ঘরের আনাজ তো দূর অস্ত। তার উপর নতুন করে এই আমফানের তাণ্ডব একেবারে নিঃস্ব করে ছাড়লো দিন আনা দিন খাওয়া পরিবারকে। তান্ডব চলল পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে শুরু করে হাওড়া হুগলি কলকাতা শহর ও কলকাতার শহরতলিসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং নদীয়ায়।

কারও ঘর উড়িয়ে নিয়ে গিয়েছে তো, কেউ ঘর চাপা পড়েছেন। ইতিমধ্যে মহকুমা জুড়ে চারজনের মৃত্যুর খবর এসেছে। এখনো পর্যন্ত গভীর সংকটে রয়েছেন শতাধিক।

আমফানের তাণ্ডবে বনগাঁ মহকুমায় মৃত ৪

জানা গিয়েছে  উত্তর ২ ৪ পরগনা জেলার গোপালনগরে একজন, বাগদা একজন ও গাইঘাটায় দুজন মৃত্যু হয়েছে। মৃতদের নাম নরেন্দ্র নাথ বিশ্বাস (৪৯) বাড়ির গোপীনাথপুর খোজা গোপালনগর থানার চৌবেড়িয়া ১ পঞ্চায়েত এলাকা। চিলেকোঠার চাল উড়ে গিয়েছিল সে সময় পাশে থেকে একটি গাছ ভেঙে পড়ে তার উপর। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


অন্যদিকে বাগদার মালিপোতা গ্রামে টালির চাল ভেঙে  লক্ষণ মুন্ডারী নামে ৬৯ বছরের বৃদ্ধের মৃত্যু হয়। প্রবল ঝড়ের মুখে লক্ষণ মুন্ডারীর ছেলে পরিবারের সবাইকে অন্য স্থানে স্থানান্তর করেছিল ফিরে এসে দেখে চালের উপরে ভেঙে পড়েছে গাছ। টালির চাল ভেঙে পড়েছে বাবার গায়ের উপরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

   
অন্যদিকে গাইঘাটার সরাই পুরে মা ও তিন বছরের শিশু কন্যার দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে। মৃতার নাম মিনু সর্দার (১৯) ও পূর্ণিমা সর্দার (৩)। তারা এই এলাকায় একটি একটি ইটের হাটার ভাটায় কাজ করত।

এছাড়াও আমপানের তাণ্ডবে প্রচুর বাড়ি ভেঙ্গে গিয়েছে, গাছ পরে বন্ধ রাস্তা ঘাট। বিদ্যুৎ পরিসেবা বিচ্ছিন্ন গাইঘাটা, বাগদা ও গোপাল নগর এলাকায়। স্থানিয়রা জানিয়েছে সর্বশেষ করে এমন ঝর দেখেছেন তারা মনেই করতে পারছেন না।


#আমফান #Amfan #cyclone Amfan #super cyclone #amfan tufan

Post a Comment

Previous Post Next Post